০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালও বয়কট ভারতের!

সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস একেবারে শেষ পর্যায়ে। বাকি আছে সেমিফাইনাল ও ফাইনাল। তবে পাকিস্তান চ্যাম্পিয়ন্স সেমিফাইনালে না খেলেই ফাইনালে! কারণ তাদের বিপক্ষে ম্যাচটি বয়কট করেছে ভারত, ঠিক যেমন গ্রুপ পর্বে করেছিল।

দুই দেশের রাজনৈতিক সম্পর্ক বিবেচনায় ভারত চ্যাম্পিয়ন্স আগের অবস্থানে অনড়। টুর্নামেন্টের শুরুর দিকে তারা পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বাতিল করেছিল। মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ১৩.২ ওভারে লক্ষ্যে পৌঁছে সেমিফাইনাল নিশ্চিত করেছিল ভারত।

বুধবার টুর্নামেন্টের প্রধান স্পন্সর্স ইজিমাইট্রিপ ভারত-পাকিস্তান সেমিফাইনালের সমর্থন থেকে সরে দাঁড়ায়। পাকিস্তানের বিপক্ষে কোনও সূচির সহযোগী না হওয়ার নীতিতে অটল থাকে তারা।

ট্রাভেল-টেক কোম্পানির সহপ্রতিষ্ঠাতা নিশান্ত পিত্তি এক বিবৃতি দিয়েছেন, ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নেশিপ অব লিজেন্ডসে অসাধারণ পারফরম্যান্স করার জন্য আমরা টিম ইন্ডিয়াকে সাধুবাদ জানাই। আপনারা আমাদের জাতিকে গর্বিত করেছেন। পাকিস্তানের বিপক্ষে আসন্ন সেমিফাইনাল শুধু আরেকটি খেলা নয়, সন্ত্রাস ও ক্রিকেট একসঙ্গে চলতে পারে না। আমরা ভারতের সঙ্গে আছি। আমরা এমন কোনও ইভেন্টকে সমর্থন করি না যেটা সন্ত্রাসবাদকে উৎসাহী করে এমন দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের চেষ্টা করে।’

ভারত চ্যাম্পিয়ন্সের জন্য এই আসর ছিল বিপর্যয়কর। দক্ষিণ আফ্রিকার কাছে ৮৮ রানে হার দিয়ে শুরু। তারপর অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কাছেও হারে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের আগে তাদের একমাত্র পয়েন্ট এসেছিল পাকিস্তানের বিপক্ষে বাতিল ম্যাচ থেকে। চার ম্যাচে ৩ পয়েন্ট পায় তারা।

ফাইনালে পাকিস্তান খেলবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার সেমিফাইনাল বিজয়ীর সঙ্গে।

এই বছর এপ্রিলে জম্মু-কাশ্মিরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় বহু ভারতীয় পর্যটক নিহত হলে দুই দেশের ক্রীড়া সম্পর্কে অবনতি ঘটে। ওই ঘটনার পর দুই দেশ যুদ্ধে লিপ্ত হয়। তারপর থেকে ভারত ও পাকিস্তানের কোনও আন্তর্জাতিক দল মুখোমুখি হয়নি। কিন্তু আগামী ১৪ সেপ্টেম্বরের এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারত ও পাকিস্তানের ম্যাচ রাখা হয়েছে। অক্টোবরে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপেও ৬ অক্টোবর কলম্বোতে দুই দেশের মুখোমুখি হওয়ার কথা।

আরকে/সবা

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের পানিতে কলিফর্ম ব্যাকটেরিয়া, বন্দিরা স্বাস্থ্যঝুঁকিতে

পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালও বয়কট ভারতের!

আপডেট সময় : ০৯:২২:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস একেবারে শেষ পর্যায়ে। বাকি আছে সেমিফাইনাল ও ফাইনাল। তবে পাকিস্তান চ্যাম্পিয়ন্স সেমিফাইনালে না খেলেই ফাইনালে! কারণ তাদের বিপক্ষে ম্যাচটি বয়কট করেছে ভারত, ঠিক যেমন গ্রুপ পর্বে করেছিল।

দুই দেশের রাজনৈতিক সম্পর্ক বিবেচনায় ভারত চ্যাম্পিয়ন্স আগের অবস্থানে অনড়। টুর্নামেন্টের শুরুর দিকে তারা পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বাতিল করেছিল। মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ১৩.২ ওভারে লক্ষ্যে পৌঁছে সেমিফাইনাল নিশ্চিত করেছিল ভারত।

বুধবার টুর্নামেন্টের প্রধান স্পন্সর্স ইজিমাইট্রিপ ভারত-পাকিস্তান সেমিফাইনালের সমর্থন থেকে সরে দাঁড়ায়। পাকিস্তানের বিপক্ষে কোনও সূচির সহযোগী না হওয়ার নীতিতে অটল থাকে তারা।

ট্রাভেল-টেক কোম্পানির সহপ্রতিষ্ঠাতা নিশান্ত পিত্তি এক বিবৃতি দিয়েছেন, ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নেশিপ অব লিজেন্ডসে অসাধারণ পারফরম্যান্স করার জন্য আমরা টিম ইন্ডিয়াকে সাধুবাদ জানাই। আপনারা আমাদের জাতিকে গর্বিত করেছেন। পাকিস্তানের বিপক্ষে আসন্ন সেমিফাইনাল শুধু আরেকটি খেলা নয়, সন্ত্রাস ও ক্রিকেট একসঙ্গে চলতে পারে না। আমরা ভারতের সঙ্গে আছি। আমরা এমন কোনও ইভেন্টকে সমর্থন করি না যেটা সন্ত্রাসবাদকে উৎসাহী করে এমন দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের চেষ্টা করে।’

ভারত চ্যাম্পিয়ন্সের জন্য এই আসর ছিল বিপর্যয়কর। দক্ষিণ আফ্রিকার কাছে ৮৮ রানে হার দিয়ে শুরু। তারপর অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কাছেও হারে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের আগে তাদের একমাত্র পয়েন্ট এসেছিল পাকিস্তানের বিপক্ষে বাতিল ম্যাচ থেকে। চার ম্যাচে ৩ পয়েন্ট পায় তারা।

ফাইনালে পাকিস্তান খেলবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার সেমিফাইনাল বিজয়ীর সঙ্গে।

এই বছর এপ্রিলে জম্মু-কাশ্মিরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় বহু ভারতীয় পর্যটক নিহত হলে দুই দেশের ক্রীড়া সম্পর্কে অবনতি ঘটে। ওই ঘটনার পর দুই দেশ যুদ্ধে লিপ্ত হয়। তারপর থেকে ভারত ও পাকিস্তানের কোনও আন্তর্জাতিক দল মুখোমুখি হয়নি। কিন্তু আগামী ১৪ সেপ্টেম্বরের এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারত ও পাকিস্তানের ম্যাচ রাখা হয়েছে। অক্টোবরে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপেও ৬ অক্টোবর কলম্বোতে দুই দেশের মুখোমুখি হওয়ার কথা।

আরকে/সবা