০৪:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে মদিনা সনদের আদলে জুলাই সনদ পেশ

oplus_0

“ফির’আউনী নয়, নবুয়্যতী রাজনীতি” এই প্রতিপাদ্যকে ধারণ করে জামালপুরে দেশ ও জাতির মুক্তির মদিনা সনদের আদলে সংবাদ সম্মেলন করে জুলাই সনদ পেশ করেন মুক্তির দূত শফিউল্লাহ আদম।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১২টায় শহরের দৈনিক জামালপুর দিনকাল পত্রিকার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ জুলাই সনদ পেশ করেন।

এসময় শফিউল্লাহ আদম বলেন, আমাদের ঘোষিত জুলাই সনদ আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে মানুষের প্রতি এটা এক ঘোষণা। আমরা আল-কুরআনের নির্দেশনায় নেতৃত্ব ও সমাজ গঠন করতে চাই। এই সনদ হবে মদিনা সনদের আদলে। অতএব, বিখ্যাত সেই সনদ অনুয়ায়ী রাষ্ট্রধর্ম ও ধর্মনিরপেক্ষতা নয়, ধর্মীয় স্বাধীনতা হবে জুলাই সনদের মূল বিষয়।

তিনি আরও বলেন, মহাকালের পরিক্রমায় আমরা দেখি আল্লাহুদ্রোহী কুফরী মিথ্যা মতবাদের মাধ্যমেই সমগ্র বিশ্বে বারবার ফ্যাসিস্ট, স্বৈরাচার, রাজাকার, সর্বহারা, জঙ্গি, সন্ত্রাসী ও চাঁদাবাজ যালিম গোষ্ঠীর আবির্ভাব হচ্ছে। মূলত এই দুষ্টচক্রই মানব মুক্তির প্রধান অন্তরায়। সম্মানিত আরশের অধিপতি আল্লাহুর বিধান আল-কুরআনের নির্দেশনানুযায়ী, রিসালাত ভিত্তিক জাতির মনোনীত নেতার নেতৃত্বে ক্যান্সারের ন্যায় এ দুষ্ট ক্ষত নির্মূলে সকল বাধা পেরিয়ে আমরা সাম্য, মানবিক মর্যাদা ও সমাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে যাবো ইনশাআল্লাহ!

তিনি বলেন, আজ হতে প্রায় চৌদ্দশত বৎসর পূর্বে সম্পাদিত মদিনা সনদ আজও নির্যাতিত বিশ্ব মানবতার এক উজ্জল দৃষ্টান্ত। বর্তমান যুদ্ধ-বিগ্রহ-সংঘাতময় অশান্ত বিশ্বে ফির’আউনরূপী যালিম শাসক ও তার অভিজাত শ্রেণি সুশীলদের সৃষ্ট সকল মতবাদ ও সংবিধানকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে মিথ্যা ও আদিপত্যবাদী শোষক লুটেরা-দূর্নীতিবাজ রাজনীতিবিদদের রুখে, বাংলার জমিনে আবির্ভূত আল্লাহুর মনোনীত দূত “দাব্বাতুল-আরদ্” এর নেতৃত্বে, একত্ববাদের ঝান্ডা উড়িয়ে, বিপ্লবী জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে, সোনার মদিনারূপে সোনার বাংলা গড়ে, বিশ্বময় ক্ষুধা, দারিদ্র, বৈষম্য, বর্ণবাদ, ফ্যাসিবাদ ও জঙ্গিবাদমুক্ত এক শান্তির নিরাপদ পৃথিবী গড়ার লড়াই-সংগ্রামে আপনাদেরকে সর্বাত্বক অংশগ্রণের আহ্বান করছি।

সংবাদ সম্মেলনে জামালপুরের প্রিন্ট, অনলাইন, ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও শফিউল্লাহ আদমের সাথে হবীবুল্লাহ, ডাক্তার আব্দুল মোমেন, মোশাররফ হোসেন, আনিসূর রহমান, আরিফ হোসেন, ওসামা, সোয়াইফ, মোকসেদুল, কাউসার ও মানিক হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

মা নিজেই নদীতে ফেলার ঘটনা স্বীকার, শিশু জীবিত উদ্ধার

জামালপুরে মদিনা সনদের আদলে জুলাই সনদ পেশ

আপডেট সময় : ০৪:১৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

“ফির’আউনী নয়, নবুয়্যতী রাজনীতি” এই প্রতিপাদ্যকে ধারণ করে জামালপুরে দেশ ও জাতির মুক্তির মদিনা সনদের আদলে সংবাদ সম্মেলন করে জুলাই সনদ পেশ করেন মুক্তির দূত শফিউল্লাহ আদম।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১২টায় শহরের দৈনিক জামালপুর দিনকাল পত্রিকার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ জুলাই সনদ পেশ করেন।

এসময় শফিউল্লাহ আদম বলেন, আমাদের ঘোষিত জুলাই সনদ আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে মানুষের প্রতি এটা এক ঘোষণা। আমরা আল-কুরআনের নির্দেশনায় নেতৃত্ব ও সমাজ গঠন করতে চাই। এই সনদ হবে মদিনা সনদের আদলে। অতএব, বিখ্যাত সেই সনদ অনুয়ায়ী রাষ্ট্রধর্ম ও ধর্মনিরপেক্ষতা নয়, ধর্মীয় স্বাধীনতা হবে জুলাই সনদের মূল বিষয়।

তিনি আরও বলেন, মহাকালের পরিক্রমায় আমরা দেখি আল্লাহুদ্রোহী কুফরী মিথ্যা মতবাদের মাধ্যমেই সমগ্র বিশ্বে বারবার ফ্যাসিস্ট, স্বৈরাচার, রাজাকার, সর্বহারা, জঙ্গি, সন্ত্রাসী ও চাঁদাবাজ যালিম গোষ্ঠীর আবির্ভাব হচ্ছে। মূলত এই দুষ্টচক্রই মানব মুক্তির প্রধান অন্তরায়। সম্মানিত আরশের অধিপতি আল্লাহুর বিধান আল-কুরআনের নির্দেশনানুযায়ী, রিসালাত ভিত্তিক জাতির মনোনীত নেতার নেতৃত্বে ক্যান্সারের ন্যায় এ দুষ্ট ক্ষত নির্মূলে সকল বাধা পেরিয়ে আমরা সাম্য, মানবিক মর্যাদা ও সমাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে যাবো ইনশাআল্লাহ!

তিনি বলেন, আজ হতে প্রায় চৌদ্দশত বৎসর পূর্বে সম্পাদিত মদিনা সনদ আজও নির্যাতিত বিশ্ব মানবতার এক উজ্জল দৃষ্টান্ত। বর্তমান যুদ্ধ-বিগ্রহ-সংঘাতময় অশান্ত বিশ্বে ফির’আউনরূপী যালিম শাসক ও তার অভিজাত শ্রেণি সুশীলদের সৃষ্ট সকল মতবাদ ও সংবিধানকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে মিথ্যা ও আদিপত্যবাদী শোষক লুটেরা-দূর্নীতিবাজ রাজনীতিবিদদের রুখে, বাংলার জমিনে আবির্ভূত আল্লাহুর মনোনীত দূত “দাব্বাতুল-আরদ্” এর নেতৃত্বে, একত্ববাদের ঝান্ডা উড়িয়ে, বিপ্লবী জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে, সোনার মদিনারূপে সোনার বাংলা গড়ে, বিশ্বময় ক্ষুধা, দারিদ্র, বৈষম্য, বর্ণবাদ, ফ্যাসিবাদ ও জঙ্গিবাদমুক্ত এক শান্তির নিরাপদ পৃথিবী গড়ার লড়াই-সংগ্রামে আপনাদেরকে সর্বাত্বক অংশগ্রণের আহ্বান করছি।

সংবাদ সম্মেলনে জামালপুরের প্রিন্ট, অনলাইন, ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও শফিউল্লাহ আদমের সাথে হবীবুল্লাহ, ডাক্তার আব্দুল মোমেন, মোশাররফ হোসেন, আনিসূর রহমান, আরিফ হোসেন, ওসামা, সোয়াইফ, মোকসেদুল, কাউসার ও মানিক হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।