লালমনিরহাটের আদিতমারীর সাপ্টীবাড়ীতে স্থাপিত বিসিক শিল্পনগরী নানা সমস্যায় জর্জরিত। ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত এই শিল্পনগরীতে এখনও সড়কবাতি, সঠিক ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তা সংস্কার হয়নি। বর্ষায় হাঁটু পানি, খানা-খন্দে ভরা সড়ক, বিদ্যুৎ ও গ্যাস সংকট, নিরাপত্তাহীনতা ও ব্যাংক ঋণের জটিলতায় শিল্পপ্রতিষ্ঠানগুলো চলছে লোকসানে।
একসময় গড়ে ওঠা ৩৪টি শিল্প ইউনিটের মধ্যে বর্তমানে চালু আছে মাত্র ২০টি। বন্ধ ৯টি, নির্মাণ হয়নি ৯টির, ৪টি প্লট এখনো অনুন্নত। ৪ বছরে প্রতি শতাংশ জমির ইজারা ৫ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ৬২ হাজার টাকা, ফলে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন উদ্যোক্তারা।
প্রধান সমস্যাগুলোর মধ্যে রয়েছে-ভৌত অবকাঠামোর অভাব, বিদ্যুৎ ও গ্যাস সংকট, নিরাপত্তা ও অর্থায়নের সমস্যা, প্লট ও স্থান সংকট, পরিবেশ দূষণ এবং কর্মকর্তাদের অবহেলা।
দ্রুত সমস্যা সমাধান না হলে, এই বিসিকের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়বে।

























