বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অংচিংনু মারমার সাথে খাগড়াছড়ি জেলার হরিণা অমৃতধাম বিহারের অধ্যক্ষ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ভদন্ত বিজয়ানন্দ থের শুভেচ্ছা বিনিময় করেছেন।
এই শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠানে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ফাউন্ডেশনের অর্থ বিষয়ক উপদেষ্টা ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাথের। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক ভদন্ত নন্দপাল থের, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ও গণমাধ্যম কর্মী হলাপ্রু মারমা, স্বপন বড়ুয়া এবং ভূজপুর হরিণাপাড়া এলাকার অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
বৈঠকে সংগঠনের বিভিন্ন কর্মসূচি ও সহযোগিতামূলক পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন ও হরিণা অমৃতধাম বিহার উভয়ের মধ্যে সুসম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
ভদন্ত বিজয়ানন্দ থের বলেন, “আমরা সকলেই একটি বৃহত্তর মানবিক লক্ষ্য নিয়ে কাজ করছি। এই ধরনের সহযোগিতা আমাদের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।”
অংচিংনু মারমা তার বক্তব্যে বলেন, “সেবামূলক কাজের জন্য একতা অপরিহার্য। আমরা সম্মিলিতভাবে সমাজের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাব।”
এমআর/সবা






















