গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ৯ম ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে দফায় দফায় সংঘর্ষে জড়ায় রাষ্ট্রবিজ্ঞান ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা। সংঘর্ষে বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাকালীন সদস্য ও প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীবসহ অন্তত ১৫ জন শিক্ষক-শিক্ষার্থী আহত হন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অনুষ্ঠান চলাকালীন বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ অয়ন তার স্ত্রীকে চেয়ার সরিয়ে দিতে গেলে ইইই(সি) ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। এর সূত্র ধরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে শেখ রাসেল হল, বিজয় দিবস হল ও একাডেমিক ভবনজুড়ে।
ঘটনার একপর্যায়ে শেখ রাসেল হলের একাধিক কক্ষ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শ্রেণিকক্ষ ভাঙচুর করা হয়। উভয় পক্ষের শিক্ষার্থীরা একে অপরের কক্ষে হামলা চালায় এবং বেশকিছু জিনিসপত্র বাইরে ফেলে দেয় ও অগ্নিসংযোগ করে। ছাত্রদলের দুই নেতার মধ্যে ঘাড়ে কামড় ও মাথা ফাটানোর অভিযোগও উঠে আসে।
সংঘর্ষ ঠেকাতে গিয়ে আহত হন প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব, সহকারী প্রক্টর সাইফুল ইসলাম ও ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ওবায়দুল ইসলাম। আহতদের মধ্যে কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
প্রক্টর জানান, ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।


























