কুমিল্লার মুরাদনগরে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গত শুক্রবার (১ আগস্ট) দৈনিক খোলা কাগজ-এর কুমিল্লা প্রতিনিধি শাহ ইমরান বাদী হয়ে মুরাদনগর থানায় এ মামলা দায়ের করেন। মামলায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়।
জানা যায়, গত ৩০ জুলাই মঙ্গলবার উপজেলার আল্লাহু চত্বরে স্থানীয় সরকার ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে আয়োজিত ছাত্র-জনতার বিক্ষোভে হামলা চালায় প্রতিপক্ষের সমর্থকরা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র-ছাত্রী আন্দোলনের মুরাদনগর আহ্বায়ক অ্যাডভোকেট ওবায়দুল সিদ্দিকীর দাবি অনুযায়ী, হামলাকারীরা সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের অনুসারী।
হামলায় অন্তত ৭ সাংবাদিকসহ ২০ জন আহত হন। আহতদের মধ্যে সাংবাদিক শাহ ইমরান ছাড়াও আরও ছয়জন পেশাগত দায়িত্ব পালনকালে আক্রমণের শিকার হন।
এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার কুমিল্লা প্রেস ক্লাবে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে সাংবাদিকরা। প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক বলেন, হামলাকারীদের গ্রেফতার না হওয়া পর্যন্ত সাংবাদিকরা পুলিশের সব ইতিবাচক সংবাদ বর্জন করবেন।
আসামিদের মধ্যে রয়েছেন—রহিমপুর গ্রামের মজিদ মিয়ার ছেলে শুকুর আলী (৩৫), খামার গ্রামের তাজুল মেম্বারের ছেলে আশিকুল ইসলাম সিদ্দিকী (২১), সিদ্ধেশ্বরী গ্রামের মনির হোসেনের ছেলে নাহিদুল ইসলাম নাঈম (২৪) ও গুঞ্জর গ্রামের সামাদ মিয়ার ছেলে কামাল হোসেন (২৫)।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মুসলেম উদ্দিনের নেতৃত্বে একটি দল আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে বলে জানান মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান।
এমআর/সবা
























