ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উপজেলা শাখা ও জাতীয়তাবাদী রিকশা-ভ্যান-অটো চালক দল, পৌর শাখার পৃথক দুটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে ভালুকা বাজার কেন্দ্রীয় দুর্গামন্দির প্রাঙ্গণে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা শাখার আহ্বায়ক শ্রী স্বপন বণিক এবং সঞ্চালনা করেন সদস্য সচিব শ্রী রতি রঞ্জন বর্মন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রী সুনীল বর্মন, যুগ্ম আহ্বায়ক শ্রী উত্তম কুমার বর্মন, শ্রী নিরঞ্জন বণিক, শ্রী প্রমোদ সরকার, মৃণাল বণিক মিঠু, শ্রী রতন চন্দ্র বর্মন ও শ্রী বাসুদেব দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিন বিকেলে গ্যাস অফিস মোড় এলাকায় জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো চালক দল, ভালুকা পৌর শাখার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত অপর একটি পরিচিতি সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক শফিকুল ইসলাম।
সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান। উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য আক্কাছ আলী। প্রধান বক্তা ছিলেন জেলা শাখার সদস্য সচিব আমিনুল ইসলাম।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান মিন্টু এবং আমন্ত্রিত অতিথি ছিলেন যুগ্ম আহ্বায়ক জিলহজ্ব মোল্লা মিন্টু। সভাটি সঞ্চালনা করেন পৌর শাখার সদস্য সচিব এনামুল হক সরকার।
দুইটি সভায় সংগঠনের নেতারা নতুন সদস্যদের পরিচিতি, সংগঠন শক্তিশালী করা এবং আগামী দিনের কার্যক্রম বিষয়ে আলোচনা করেন।
এমআর/সবা
























