০৫:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কাপ্তাই হ্রদে শুরু হচ্ছে মৎস্য আহরোণ

Oplus_131072

পাহাড় বেষ্টিত কাপ্তাই হ্রদে মাছ শিকারে তিন মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। সম্প্রতি রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভায় নিষেধাজ্ঞার প্রত্যাহারের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, ‘বাংলাদেশে মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি), ব্যবসায়ী সমিতি ও জেলেসহ সংশ্লিষ্ট সবার সম্মতিক্রমে ২ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ শুরু হবে এবং ৩ আগস্ট সকাল ৬টা থেকে মাছ পরিবহন করা যাবে।’

বিএফডিসির তথ্যমতে, গত অর্থ বছরে কাপ্তাই হ্রদ থেকে মৎস্য অহরণ হয় প্রায় ৮ হাজার ৯শ মেট্রিক টন। আর এ থেকে রাজস্ব আদায় হয়েছে প্রায় সাড়ে ১৮ কোটি টাকা।

প্রসঙ্গত, কাপ্তাই হ্রদে কার্পজাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন, হ্রদে অবমুক্ত করা পোনা মাছের সুষ্ঠু বৃদ্ধি নিশ্চিত করতে চলতি বছরের ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাসের জন্য মৎস্য আহরণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটি।

জনপ্রিয় সংবাদ

মা নিজেই নদীতে ফেলার ঘটনা স্বীকার, শিশু জীবিত উদ্ধার

কাপ্তাই হ্রদে শুরু হচ্ছে মৎস্য আহরোণ

আপডেট সময় : ০৭:৩৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫

পাহাড় বেষ্টিত কাপ্তাই হ্রদে মাছ শিকারে তিন মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। সম্প্রতি রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভায় নিষেধাজ্ঞার প্রত্যাহারের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, ‘বাংলাদেশে মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি), ব্যবসায়ী সমিতি ও জেলেসহ সংশ্লিষ্ট সবার সম্মতিক্রমে ২ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ শুরু হবে এবং ৩ আগস্ট সকাল ৬টা থেকে মাছ পরিবহন করা যাবে।’

বিএফডিসির তথ্যমতে, গত অর্থ বছরে কাপ্তাই হ্রদ থেকে মৎস্য অহরণ হয় প্রায় ৮ হাজার ৯শ মেট্রিক টন। আর এ থেকে রাজস্ব আদায় হয়েছে প্রায় সাড়ে ১৮ কোটি টাকা।

প্রসঙ্গত, কাপ্তাই হ্রদে কার্পজাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন, হ্রদে অবমুক্ত করা পোনা মাছের সুষ্ঠু বৃদ্ধি নিশ্চিত করতে চলতি বছরের ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাসের জন্য মৎস্য আহরণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটি।