কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশিপ নিয়োগে অনিয়ম ও লটারিতে দুর্নীতির অভিযোগ এনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন আবেদনকারী ভুক্তভোগীরা।
রবিবার (৩ আগস্ট) বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ৩১ জুলাই ২০২৫ তারিখে ডিলার নিয়োগে স্বচ্ছতা ও নিয়মনীতি মানা হয়নি। প্রভাব খাটিয়ে অযোগ্য ব্যক্তিদের লটারিতে অন্তর্ভুক্ত করে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করা হয়েছে।
বিদ্যানন্দ ইউনিয়নের আবেদনকারী ও বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম বলেন, “আমাদের পয়েন্টে ৬ জন আবেদনকারীর সকল কাগজপত্র বৈধ থাকার পরও লটারির তালিকায় আমাদের নাম রাখা হয়নি। বরং যাদের কাগজপত্রে ঘাটতি রয়েছে তাদের লটারিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।” তিনি এ লটারিকে “প্রহসনের লটারি” উল্লেখ করে পুনঃতদন্তপূর্বক স্বচ্ছ লটারি অনুষ্ঠানের দাবি জানান।
একই অভিযোগ তুলে এরশাদুল হক বলেন, “আমার কাগজপত্রে কোনো ঘাটতি ছিল না, এমনকি পর্যাপ্ত গোডাউনও ছিল। তারপরও লটারির তালিকায় আমার নাম রাখা হয়নি। লটারির আয়োজনের ব্যাপারে আমাকে কোনো তথ্যও জানানো হয়নি।”
রাজারহাট সদর ইউনিয়নের আবেদনকারী সেকেন্দার আলী বলেন, “এ লটারি বাতিল করে শতভাগ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পুনরায় লটারি দিতে হবে।”
মানববন্ধনে বিদ্যানন্দ, সদরসহ বিভিন্ন ইউনিয়নের প্রায় ৩০ জন আবেদনকারী ও স্থানীয় সচেতন নাগরিক অংশগ্রহণ করেন।
তারা ডিলারশিপ নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে পুনরায় লটারি আয়োজনের দাবি জানান।
আয়োজনকারীরা মানববন্ধন শেষে জেলা খাদ্য নিয়ন্ত্রক বরাবর একটি অভিযোগ দাখিল করেন।























