শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন অরাজনৈতিক সংগঠন ‘বিপ্লবী ছাত্র ঐক্য’র আত্মপ্রকাশ ঘটেছে।
রোববার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ভবনের সামনে সংগঠনটি আত্মপ্রকাশ করে।
এতে ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাহসান হাবিবকে আহ্বায়ক ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের তানিম মুশফিককে সদস্য সচিব করে ছয় মাসের জন্য ১৪ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যদের মধ্যে সিনিয়র যুগ্ন আহবায়ক জোবায়ের হোসেন সোহাগ, যুগ্ম আহ্বায়ক(দপ্তর) নুরুন্নবী সোহান, যুগ্ম সদস্য সচিব এস এইচ সোহেল, মুখ্য সংগঠক মশিউর রহমান সোহাগ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা সবসময় সোচ্চার ছিলাম। কিন্তু আমরা গভীরভাবে উপলব্ধি করি যে, শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কোনো অরাজনৈতিক প্লাটফর্ম নেই। তাই আমরা শিক্ষার্থীদের অধিকার কেন্দ্রীক একটি অরাজনৈতিক প্লাটফর্ম থাকা জরুরী মনে করছি। সেই লক্ষ্যে একটি নতুন সংগঠন তৈরির উদ্যোগ নিয়েছি। যার নাম হবে ‘বিপ্লবী ছাত্র ঐক্য’।
বিপ্লবী ছাত্র ঐক্য শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ, শোষণ ও বৈষম্যর বিরুদ্ধে প্রতিরোধ এবং শিক্ষার্থীদের ন্যায় ভিত্তিক অধিকার আদায়ে কাজ করবে।
এসময় তারা সংগঠনটির ৫টি কর্মসূচি ঘোষণা করেন। সেগুলো হল – বুদ্ধিবৃত্তিক ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, সেমিনার, পাঠ চক্র, শিক্ষার্থীদের ন্যায় ভিত্তিক দাবী আদায়ে পদক্ষেপ, পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও কর্মসূচি।


























