স্বাধীনতা যুদ্ধের সাহসী যোদ্ধা থেকে শুরু করে প্রিন্টিং ব্যবসার সফল উদ্যোক্তা ও সমাজসেবক—এক জীবনে নানা পরিচয়ে উজ্জ্বল হয়ে আছেন মানিক সরকার। ফেনী শহরের ট্রাংক রোডের ‘জননী অ্যাড’ প্রতিষ্ঠানের মাধ্যমে গত ৪৮ বছর ধরে ব্যবসায়িক সততা ও দায়িত্ববোধের দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রফিকপুর গ্রামে জন্ম মানিক সরকারের। ১৯৭১ সালে দেশের ডাকে সাড়া দিয়ে সম্মুখ সমরে অংশ নেন। আজও তিনি গর্বের সঙ্গে সরকারপ্রদত্ত মুক্তিযোদ্ধা ভাতা গ্রহণ করেন।
এসএসসি পাসের পর ১৯৭৯ সালে জীবিকার প্রয়োজনে ফেনীতে এসে ব্যবসা শুরু করেন।
ব্যক্তিগত জীবনে তিনি “রত্নগর্ভা মা” পুরস্কারপ্রাপ্ত মিনতি প্রভা সরকারের স্বামী। এই দম্পতির চার সন্তানই মাস্টার্স ডিগ্রিধারী। এর মধ্যে তিনজন সরকারি চাকরিতে—দুইজন চিকিৎসক হিসেবে পিজি হাসপাতালে কর্মরত, একজন সরকারি কলেজের প্রভাষক এবং অপরজন ব্যবসায়ী।
ফেনীর বিশিষ্ট ব্যবসায়ী সাধন সরকারের বোন মিনতি প্রভা সরকারের সঙ্গে মানিক সরকারের দাম্পত্য জীবন দুই পরিবারকে সম্মানিত করেছে।
ব্যবসা ও পরিবার ছাড়াও মানিক সরকার ফেনী জেলা পূজা উদযাপন পরিষদ, বাঁশপাড়া দুর্গা মন্দিরসহ বহু সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও জড়িত। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি বড় এবং পরিবারের অভিভাবকের দায়িত্ব পালন করছেন।
মানিক সরকারের জীবনের শেষ ইচ্ছা—“মানুষের জন্য কাজ করে যাওয়া।”
মুখে হাসি থাকলেও তার প্রতিটি দিনের জীবনসংগ্রামে লুকিয়ে আছে একজন মুক্তিযোদ্ধা, একজন পিতা ও একজন আদর্শবান নাগরিকের প্রেরণাদায়ী গল্প।























