০৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাজারহাটে খাদ্যবান্ধব ডিলারশিপ নিয়োগে পাল্টাপাল্টি অভিযোগ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন করেছেন আবেদনকারী ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, গত ৩১ জুলাই ২০২৫ তারিখে ডিলার নিয়োগে স্বচ্ছতা ও নিয়মনীতি মানা হয়নি। প্রভাব খাটিয়ে অযোগ্য ব্যক্তিদের লটারিতে অন্তর্ভুক্ত করে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করা হয়েছে বলেও দাবি করেন তারা।

এ অভিযোগ তুলে গত রবিবার (৩ আগস্ট) বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বরে এক মানববন্ধন কর্মসূচি পালন করেন ভুক্তভোগীরা। তাদের দাবি, এই নিয়োগ প্রক্রিয়া তদন্ত করে অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

 

অন্যদিকে, নিয়োগপ্রাপ্ত ডিলারগণ তাদের বিরুদ্ধে আনা অভিযোগকে ভিত্তিহীন দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন ও মানববন্ধনের আয়োজন করেন। গত সোমবার (৪ আগস্ট) রাজারহাটে এক সংবাদ সম্মেলনে তারা জানান, গত ৩১ জুলাই উপজেলা মডেল মসজিদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরানের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি), অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে উন্মুক্ত লটারির মাধ্যমে ২৮ জন ডিলার নির্বাচন করা হয়। তারা বলেন, একটি কুচক্রী মহল স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন হওয়া এই নিয়োগকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে।

নিয়োগপ্রাপ্ত ডিলারদের আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন- মো. আব্দুর রাজ্জাক, রাশেদুল ইসলাম লায়ন, আসাদুজ্জামান টিটু, রবিউল আলম বকশি, রোকনুজ্জামান রোকন, সাজু মিয়া, আব্দুল মজিদ, বেলালসহ অন্যান্যরা। তারা ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

খাদ্য বান্ধব ডিলারশীপ নিয়োগের বিষয়ে পাল্টাপাল্টি সমাবেশ ও অভিযোগের বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (চ.দা.) মোসাঃ মাসুদা বেগমের কাছে জানতে চাইলে তিনি কোনো রকম তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট বিস্তারিত জানতে বলেন। পরে মঙ্গলবার ৫ তারিখ বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার মুঠোফোনে কল দিলে তিনি ফোন রিসিভ করেননি।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

মা নিজেই নদীতে ফেলার ঘটনা স্বীকার, শিশু জীবিত উদ্ধার

রাজারহাটে খাদ্যবান্ধব ডিলারশিপ নিয়োগে পাল্টাপাল্টি অভিযোগ

আপডেট সময় : ০৮:৪৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন করেছেন আবেদনকারী ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, গত ৩১ জুলাই ২০২৫ তারিখে ডিলার নিয়োগে স্বচ্ছতা ও নিয়মনীতি মানা হয়নি। প্রভাব খাটিয়ে অযোগ্য ব্যক্তিদের লটারিতে অন্তর্ভুক্ত করে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করা হয়েছে বলেও দাবি করেন তারা।

এ অভিযোগ তুলে গত রবিবার (৩ আগস্ট) বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বরে এক মানববন্ধন কর্মসূচি পালন করেন ভুক্তভোগীরা। তাদের দাবি, এই নিয়োগ প্রক্রিয়া তদন্ত করে অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

 

অন্যদিকে, নিয়োগপ্রাপ্ত ডিলারগণ তাদের বিরুদ্ধে আনা অভিযোগকে ভিত্তিহীন দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন ও মানববন্ধনের আয়োজন করেন। গত সোমবার (৪ আগস্ট) রাজারহাটে এক সংবাদ সম্মেলনে তারা জানান, গত ৩১ জুলাই উপজেলা মডেল মসজিদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরানের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি), অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে উন্মুক্ত লটারির মাধ্যমে ২৮ জন ডিলার নির্বাচন করা হয়। তারা বলেন, একটি কুচক্রী মহল স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন হওয়া এই নিয়োগকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে।

নিয়োগপ্রাপ্ত ডিলারদের আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন- মো. আব্দুর রাজ্জাক, রাশেদুল ইসলাম লায়ন, আসাদুজ্জামান টিটু, রবিউল আলম বকশি, রোকনুজ্জামান রোকন, সাজু মিয়া, আব্দুল মজিদ, বেলালসহ অন্যান্যরা। তারা ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

খাদ্য বান্ধব ডিলারশীপ নিয়োগের বিষয়ে পাল্টাপাল্টি সমাবেশ ও অভিযোগের বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (চ.দা.) মোসাঃ মাসুদা বেগমের কাছে জানতে চাইলে তিনি কোনো রকম তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট বিস্তারিত জানতে বলেন। পরে মঙ্গলবার ৫ তারিখ বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার মুঠোফোনে কল দিলে তিনি ফোন রিসিভ করেননি।

এমআর/সবা