জামালপুরের সরিষাবাড়ীতে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ উপজেলা শাখার শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং আওনা ইউনিয়নের সভাপতি কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৬ আগস্ট) দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথগঞ্জ ঘাট এলাকায় এসআই আশরাফুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে সরিষাবাড়ী থানা পুলিশ।
তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি জসিম উদ্দিনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ছাত্রলীগ নেতা কবির হোসেনের গ্রেপ্তার বিষয়টি আমি অবগত নই।
সরিষাবাড়ী থানার ওসি রাশেদ হাসান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা কবির হোসেনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এমআর/সবা
























