যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ইন্টার্ন ডাক্তারের ভুল চিকিৎসায় আয়েশা বেগম (৪০) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (৮ আগস্ট) দুপুরে মহিলা সার্জারী ওয়ার্ডে ঘটনাটি ঘটে। এ ঘটনায় মৃতের স্বজনরা ক্ষুব্ধ হয়ে হট্টগোল করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আয়েশা যশোর শহরের আশ্রম রোডের বাবর আলীর স্ত্রী।
বাবর আলী জানান, তার স্ত্রী আয়েশা পেটে ও বুকে ব্যথায় আক্রান্ত হলে বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সোয়া ৭ টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এসময় দায়িত্বরত চিকিৎসক তাকে ভর্তি করে মহিলা সার্জারী ওয়ার্ডে পাঠিয়ে দেন। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে ওয়ার্ডে দায়িত্বরত ইন্টার্ন ডাক্তারের ভুল চিকিৎসায় তার স্ত্রী আয়েশা মারা যান। এতে তার স্বজনরা ক্ষুব্ধ হয়ে হট্টগোল শুরু করেন।
ওযার্ডে দায়িত্বরত সেবিকারা জানান, মৃত রোগীর স্বজনদের হট্টগোল ও মারমুখি আচরণে ওয়ার্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।
যশোর কোতোয়ালি মডেল থানার এস আই আলমগীর হোসেন জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তিনি ফোর্স নিয়ে হাসপাতালে গিয়েছিলেন। মৃত রোগীর স্বজনদের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আ ন ম বজলুর রশিদ টুলু জানান, ইন্টার্নের ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যু হয়েছে দাবি করে স্বজনরা হট্টগোল করেছে বলে শুনেছেন। তবে এখনো মৃতের স্বজনরা কেউ অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমআর/সবা
























