০৮:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম-ঢাকা জ্বালানি পাইপলাইন উদ্বোধন শনিবার, সময় বাঁচবে ৩৬ ঘণ্টা

দেশের জ্বালানি খাতে যুগান্তকারী অগ্রগতি—চট্টগ্রাম থেকে ঢাকায় সরাসরি জ্বালানি তেল সরবরাহে প্রস্তুত হয়েছে ২৫০ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ পাইপলাইন। শনিবার (১৬ আগস্ট) চট্টগ্রামের গুপ্তাখালে পদ্মা অয়েল কোম্পানির ডেসপাস টার্মিনাল থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান।

পাইপলাইন চালু হলে আগে যেখানে ৪৮ ঘণ্টায় তেল যেত, এখন সেটি পৌঁছাবে মাত্র ১২ ঘণ্টায়। এতে বছরে প্রায় ২২৬ কোটি টাকা খরচ সাশ্রয় হবে, কমবে সিস্টেম লস ও চুরি।

প্রকল্পটি বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড। ২০১৮ সালে অনুমোদিত এই প্রকল্পের কাজ শেষ হয়েছে ২০২৫ সালের মার্চে। খরচ হয়েছে ৩,৬৫৩ কোটি টাকা।

চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত ২৪১ কিমি ও ফতুল্লা পর্যন্ত আরও ৮ কিমি পাইপলাইন বসানো হয়েছে। রিজার্ভার ও আধুনিক ডিপোসহ ৯টি স্টেশন নির্মাণ হয়েছে, যা দেশের ২২টি নদী ও খালের নিচ দিয়ে গেছে।

পাইপলাইনটির প্রাথমিক পরিবহণ ক্ষমতা ২.৭ থেকে ৩ মিলিয়ন মেট্রিক টন হলেও ভবিষ্যতে তা বাড়িয়ে ৫ মিলিয়ন মেট্রিক টনে নেওয়া যাবে। প্রতি ঘণ্টায় ৩৫০ মেট্রিক টন জ্বালানি তেল সরবরাহ সম্ভব।

বিপিসি জানিয়েছে, নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রামের পতেঙ্গায় মনিটরিং কক্ষও চালু করা হয়েছে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

মা নিজেই নদীতে ফেলার ঘটনা স্বীকার, শিশু জীবিত উদ্ধার

চট্টগ্রাম-ঢাকা জ্বালানি পাইপলাইন উদ্বোধন শনিবার, সময় বাঁচবে ৩৬ ঘণ্টা

আপডেট সময় : ০৭:৫৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

দেশের জ্বালানি খাতে যুগান্তকারী অগ্রগতি—চট্টগ্রাম থেকে ঢাকায় সরাসরি জ্বালানি তেল সরবরাহে প্রস্তুত হয়েছে ২৫০ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ পাইপলাইন। শনিবার (১৬ আগস্ট) চট্টগ্রামের গুপ্তাখালে পদ্মা অয়েল কোম্পানির ডেসপাস টার্মিনাল থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান।

পাইপলাইন চালু হলে আগে যেখানে ৪৮ ঘণ্টায় তেল যেত, এখন সেটি পৌঁছাবে মাত্র ১২ ঘণ্টায়। এতে বছরে প্রায় ২২৬ কোটি টাকা খরচ সাশ্রয় হবে, কমবে সিস্টেম লস ও চুরি।

প্রকল্পটি বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড। ২০১৮ সালে অনুমোদিত এই প্রকল্পের কাজ শেষ হয়েছে ২০২৫ সালের মার্চে। খরচ হয়েছে ৩,৬৫৩ কোটি টাকা।

চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত ২৪১ কিমি ও ফতুল্লা পর্যন্ত আরও ৮ কিমি পাইপলাইন বসানো হয়েছে। রিজার্ভার ও আধুনিক ডিপোসহ ৯টি স্টেশন নির্মাণ হয়েছে, যা দেশের ২২টি নদী ও খালের নিচ দিয়ে গেছে।

পাইপলাইনটির প্রাথমিক পরিবহণ ক্ষমতা ২.৭ থেকে ৩ মিলিয়ন মেট্রিক টন হলেও ভবিষ্যতে তা বাড়িয়ে ৫ মিলিয়ন মেট্রিক টনে নেওয়া যাবে। প্রতি ঘণ্টায় ৩৫০ মেট্রিক টন জ্বালানি তেল সরবরাহ সম্ভব।

বিপিসি জানিয়েছে, নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রামের পতেঙ্গায় মনিটরিং কক্ষও চালু করা হয়েছে।

এমআর/সবা