খাগড়াছড়ির দীঘিনালায় ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম জন্মাষ্টমী উপলক্ষে শনিবার (১৬ আগস্ট) সকালে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শেষে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি সুশীল জীবন ত্রিপুরার সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, ন্যায়, সত্য, ধর্ম ও কল্যাণের জন্য শ্রীকৃষ্ণের শিক্ষা আজও যুগোপযোগী। তাঁর আদর্শ মানব সমাজে শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় দিকনির্দেশনা দেয়।
অনুষ্ঠানে নিহতদের আত্মার শান্তি কামনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
এমআর/সবা




















