চরফ্যাশনে ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় চরফ্যাশন কারামতিয়া কামিল মাদ্রাসার হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়। সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রশিবির সভাপতি মেহেদী হাসান সজীব। প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সোহেল রানা এবং প্রধান বক্তা ছিলেন জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল।
বক্তারা বলেন, এ-প্লাস পাওয়া শিক্ষার্থীদের সাফল্যের প্রকৃত মূল্যায়ন হবে ভবিষ্যৎ উচ্চশিক্ষা ও কর্মজীবনে। কেবল মেধা নয়, নৈতিকতা ও মানবিক গুণাবলিই শিক্ষার্থীদের প্রকৃত সম্পদ। তারা কৃতী শিক্ষার্থীদের আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হয়ে সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, প্রতি বছর এ ধরনের আয়োজন কৃতী শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে অব্যাহত থাকবে।
এমআর/সবা




















