জামালপুরে বিএনপির একটি অংশ জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটির সম্মেলন বন্ধের দাবিতে মিছিল ও সমাবেশ করেছেন। শনিবার (১৬ আগস্ট) দুপুরে শহরের বকুলতলা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সাবেক আহবায়ক ও সাবেক উপমন্ত্রী সিরাজুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহম্মেদ এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান জিলানী বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বর্তমান জেলা বিএনপির কমিটি মেয়াদোত্তীর্ণ ও আইনত অবৈধ। আগামী ২৩ আগস্ট এই কমিটির সম্মেলন আয়োজন করা হয়েছে যা তৃণমূল বিএনপি মানে না। তারা আহ্বান জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী প্রথমে আহবায়ক কমিটি বা সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হোক। এই দাবিতে সম্মেলন স্থগিত না হলে তারা প্রতিহত করার হুশিয়ারি দিয়েছেন।
সাবেক আহবায়ক সিরাজুল হক বলেন, “দল জনগণের দল। যারা সুশৃঙ্খল ও দেশপ্রেমিক, তারাই নেতৃত্বে আসবেন। সম্মেলন খেলা হিসেবে চলতে দেওয়া যাবে না।” সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহম্মেদ বলেন, “আমরা তারেক রহমানের কাছে সরেজমিনে পরিস্থিতি জানাবো। জামালপুর জেলা বিএনপির সম্মেলন করা যাবে না।”
সমাবেশের পর একটি মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে শেষ হয়। উল্লেখ্য, জেলা বিএনপির অভ্যন্তরীণ বিরোধ দুই দশকের বেশি সময় ধরে চলছে। এই বিরোধের কারণে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ারুলকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এর ফলে বিএনপি ও অঙ্গসংগঠন দুই ভাগে বিভক্ত হয়েছে।
দীর্ঘদিনের কোন্দল নিরসনে দলের চেয়ারপার্সন ও বিভিন্ন শীর্ষনেতা বৈঠক করে ব্যর্থ হলেও, জামালপুরে তৃণমূলের নেতাকর্মীরা এখনও সম্মেলন প্রতিহত ও আহবায়ক কমিটি গঠনের জন্য চাপ জারি রাখছেন।
এমআর/সবা




















