পঞ্চগড়ে করতোয়া নদী থেকে মো. মানিক হোসেন (৩৪) নামে এক গরুব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের শুকানি সীমান্ত এলাকায় লাশটি নদীতে ভেসে থাকতে দেখা যায়।
স্থানীয়রা জানিয়েছেন, গত বুধবার রাতে মানিক হোসেনসহ কয়েকজন গরুব্যবসায়ী সীমান্ত দিয়ে গরু আনতে গিয়েছিলেন। ওই রাতেই গুলির শব্দ শোনা যায় এবং তারা নিখোঁজ হন। স্থানীয় পাথরশ্রমিকদের সংবাদে পুলিশ ও বিজিবি লাশটি উদ্ধার করে।
নিহত মানিক হোসেন দেবনগর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের তবিবর রহমানের ছেলে। স্থানীয়রা ধারণা করছেন, তিনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে প্রাণ হারিয়েছেন। ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানিয়েছেন, মৃত্যু কিভাবে হয়েছে তা ময়নাতদন্তের পরই নিশ্চিতভাবে বলা যাবে।
এদিকে নিখোঁজ থাকা আব্দুল হুদার স্ত্রী জানিয়েছেন, তার স্বামী ওই রাতে ভারত সীমান্তে ধরা পড়েছেন এবং শনিবার দেশে ফেরার কথা রয়েছে।
এমআর/সবা




















