০৬:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচনে প্রার্থী হলেন সুর্মী চাকমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ২০২৫-এ প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের ৩য় বর্ষের শিক্ষার্থী সুর্মী চাকমা।

গতকাল রাতে দৈনিক সবুজ বাংলাকে বিষয়টি নিশ্চিত করেন। শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও ন্যায্য সুযোগ নিশ্চিতকরণের পাশাপাশি বিশেষ করে আদিবাসী শিক্ষার্থী ও নারীদের জন্য শিক্ষা ব্যবস্থাকে আরও শিক্ষার্থী-বান্ধব রূপ দিতে তিনি কাজ করবেন। পাশাপাশি পুরো ক্যাম্পাসকে Inclusive, Accessible ও Barrier Free হিসেবে গড়ে তোলাই হবে তাঁর অঙ্গীকার।

সুর্মী চাকমা বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭০-৮০ শতাংশ শিক্ষার্থী দেশের প্রান্তিক অঞ্চল থেকে আসে। তাদের অনেকেই আর্থিকভাবে অস্বচ্ছল। অথচ প্রশাসন বারবার তাদের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে।”

তিনি আরও জানান, তার জীবন ধারাবাহিকভাবে অধিকার আদায়ের সংগ্রামের সঙ্গে জড়িত। জুলাই অভ্যুত্থানে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। বিশেষ করে অভ্যুত্থান-পরবর্তী মেয়ে শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনের আন্দোলনে নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের একজন ছিলেন তিনি। পাশাপাশি, আদিবাসী শিক্ষার্থীদের দাবি ও উৎসব উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে ছুটির দাবিতে তিনি সরব ভূমিকা রেখেছেন।

সামাজিক বিজ্ঞান অনুষদে স্বাস্থ্যসম্মত খাবারের ক্যান্টিন প্রতিষ্ঠা, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে নারী শিক্ষার্থীদের জন্য সুস্থ পরিবেশ ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে তিনি বিভিন্ন সময়ে নিজ উদ্যোগে অ্যাডভোকেসি প্রোগ্রাম করেছেন। একই সঙ্গে বিজ্ঞান, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদে ক্যাফেটেরিয়া নির্মাণের দাবি দীর্ঘদিন ধরে তুলে আসছেন।
এছাড়া, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য Accessible Campus ও Accessible Classroom গড়ে তুলতে তিনি কাজ করে আসছেন। বিশ্ববিদ্যালয়ের হল, বিভাগ ও কেন্দ্রীয় গ্রন্থাগারের মানোন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গেও তিনি একাধিকবার যোগাযোগ করেছেন।

সুর্মী চাকমা মনে করেন, সবার সমর্থন ও পরামর্শ তার কাজের পরিধিকে কেবল অ্যাডভোকেসি বা সচেতনতা সৃষ্টির পর্যায়ে সীমাবদ্ধ রাখবে না, বরং বাস্তবায়নের পথও সুগম করবে।

তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণ, শিক্ষার্থীদের অধিকার আদায়, এবং একটি শিক্ষার্থী-বান্ধব, বৈষম্যমুক্ত ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে আমি দৃঢ় ও জোরালো কণ্ঠস্বর রাখতে চাই। যৌক্তিক ও ন্যায্য দাবি বাস্তবায়নে আমি আপসহীনভাবে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ।”
খুব শিগগিরই তিনি তার নির্বাচনী ইশতেহার প্রকাশ করবেন বলে জানান এবং শিক্ষার্থীদের মতামত ও প্রত্যাশা ইশতেহার প্রণয়নে গুরুত্বসহকারে প্রতিফলিত হবে বলে আশ্বাস দেন।

এমআর/সবা

জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

ডাকসু নির্বাচনে প্রার্থী হলেন সুর্মী চাকমা

আপডেট সময় : ০৫:৪০:০৩ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ২০২৫-এ প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের ৩য় বর্ষের শিক্ষার্থী সুর্মী চাকমা।

গতকাল রাতে দৈনিক সবুজ বাংলাকে বিষয়টি নিশ্চিত করেন। শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও ন্যায্য সুযোগ নিশ্চিতকরণের পাশাপাশি বিশেষ করে আদিবাসী শিক্ষার্থী ও নারীদের জন্য শিক্ষা ব্যবস্থাকে আরও শিক্ষার্থী-বান্ধব রূপ দিতে তিনি কাজ করবেন। পাশাপাশি পুরো ক্যাম্পাসকে Inclusive, Accessible ও Barrier Free হিসেবে গড়ে তোলাই হবে তাঁর অঙ্গীকার।

সুর্মী চাকমা বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭০-৮০ শতাংশ শিক্ষার্থী দেশের প্রান্তিক অঞ্চল থেকে আসে। তাদের অনেকেই আর্থিকভাবে অস্বচ্ছল। অথচ প্রশাসন বারবার তাদের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে।”

তিনি আরও জানান, তার জীবন ধারাবাহিকভাবে অধিকার আদায়ের সংগ্রামের সঙ্গে জড়িত। জুলাই অভ্যুত্থানে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। বিশেষ করে অভ্যুত্থান-পরবর্তী মেয়ে শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনের আন্দোলনে নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের একজন ছিলেন তিনি। পাশাপাশি, আদিবাসী শিক্ষার্থীদের দাবি ও উৎসব উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে ছুটির দাবিতে তিনি সরব ভূমিকা রেখেছেন।

সামাজিক বিজ্ঞান অনুষদে স্বাস্থ্যসম্মত খাবারের ক্যান্টিন প্রতিষ্ঠা, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে নারী শিক্ষার্থীদের জন্য সুস্থ পরিবেশ ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে তিনি বিভিন্ন সময়ে নিজ উদ্যোগে অ্যাডভোকেসি প্রোগ্রাম করেছেন। একই সঙ্গে বিজ্ঞান, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদে ক্যাফেটেরিয়া নির্মাণের দাবি দীর্ঘদিন ধরে তুলে আসছেন।
এছাড়া, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য Accessible Campus ও Accessible Classroom গড়ে তুলতে তিনি কাজ করে আসছেন। বিশ্ববিদ্যালয়ের হল, বিভাগ ও কেন্দ্রীয় গ্রন্থাগারের মানোন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গেও তিনি একাধিকবার যোগাযোগ করেছেন।

সুর্মী চাকমা মনে করেন, সবার সমর্থন ও পরামর্শ তার কাজের পরিধিকে কেবল অ্যাডভোকেসি বা সচেতনতা সৃষ্টির পর্যায়ে সীমাবদ্ধ রাখবে না, বরং বাস্তবায়নের পথও সুগম করবে।

তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণ, শিক্ষার্থীদের অধিকার আদায়, এবং একটি শিক্ষার্থী-বান্ধব, বৈষম্যমুক্ত ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে আমি দৃঢ় ও জোরালো কণ্ঠস্বর রাখতে চাই। যৌক্তিক ও ন্যায্য দাবি বাস্তবায়নে আমি আপসহীনভাবে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ।”
খুব শিগগিরই তিনি তার নির্বাচনী ইশতেহার প্রকাশ করবেন বলে জানান এবং শিক্ষার্থীদের মতামত ও প্রত্যাশা ইশতেহার প্রণয়নে গুরুত্বসহকারে প্রতিফলিত হবে বলে আশ্বাস দেন।

এমআর/সবা