ময়মনসিংহের নান্দাইলে হরিপুর হাজী আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে ইভটিজিং এবং এর প্রতিবাদ করায় তার ভাইয়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
রবিবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের সামনে প্রধান সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয় শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় যুবসমাজ।
মানববন্ধনে বক্তারা জানান, বিদ্যালয়ের ছাত্রীরা দীর্ঘদিন ধরে যাতায়াতের পথে ইভটিজিং ও উত্ত্যক্তের শিকার হচ্ছেন। সম্প্রতি স্থানীয় এক বখাটে বিজয় (১৬) একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে রাস্তায় উত্ত্যক্ত করে। এ ঘটনার প্রতিবাদ করায় ভুক্তভোগী ছাত্রীর ভাইকে মারধর করা হয়।
বক্তারা ইভটিজিংয়ের ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সারমিনা আক্তার লাভলী, শিক্ষক বিল্লাল হোসেন, স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান সুমন, এবং শিক্ষার্থী মোবারক, রিয়াদ মিয়া, রফিকুল ইসলাম, কামরুল, জয়, সামি, সোহান, রাব্বী প্রমুখ।
বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, দ্রুত বিচার ও কার্যকর ব্যবস্থা না নিলে তারা লাগাতার কর্মসূচি দিতে বাধ্য হবেন।
মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এমআর/সবা




















