চট্টগ্রামের হাটহাজারীতে একটি কওমী মাদরাসার উন্নয়নে সিমেন্ট বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। উপজেলার ধলই ইউনিয়ন ৭নং ওয়ার্ডে দারুল ইরফান মাদরাসার উন্নয়ন কাজে ৫০ ব্যাগ সিমেন্ট দিয়ে এ সহায়তা করা হয়।
১৫ আগষ্ট জুমাবার মাদরাসার উন্নয়ন কাজ পরিদর্শন করেন জামায়াত ইসলামীর ধলই ইউনিয়ন সভাপতি হাফেজ রাকিব, সেক্রেটারি মো. সেলিম উদ্দিন চৌধুরীসহ ইউনিয়ন নেতৃবৃন্দ। পরে মাদরাসার মুহতামীম মাওলানা দিদারুল আলম এর সাথে সৌজন্যে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
কুশল বিনিময়ের সময় নেতৃবৃন্দ বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে আপাতত: আমরা সামান্য অংশগ্রহণ করলাম। ভবিষ্যতে আরও বিস্তৃতভাবে অব্যাহত থাকবে ইনশাল্লাহ ।
স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি শুধু শিক্ষার মানোন্নয়নেই নয়, বরং এলাকার সার্বিক উন্নয়নেও একটি বড় সহায়ক।
এমআর/সবা




















