ফেনীতে দূর্যোগ প্রতিরোধ ও বন্যা পরবর্তী পুনর্বাসনে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন। তিনি শনিবার (তারিখ উল্লেখ করা যায়) সন্ধ্যায় শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের গোল্ডেন প্যালেস রেস্তোরাঁয় ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ আয়োজিত উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধান অতিথি বলেন, বন্যা নিয়ন্ত্রণে টেকসই বাঁধ নির্মাণের ওপর গুরুত্ব আরোপ করা জরুরি। তিনি আশা প্রকাশ করেন, এবার ভালো কিছু হবে। ফেনীর মানুষের আওয়াজ অনেক দূরে পৌঁছেছে, এমনকি মাননীয় প্রধান উপদেষ্টার কানে। তিনি যোগ করেন, এই আওয়াজ ধরে রাখা গুরুত্বপূর্ণ।
তিনি ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগের নানামুখী মানবিক কর্মসূচির ভূয়সি প্রশংসা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা রোটারিয়ান জালাল উদ্দিন বাবলু এবং সঞ্চালনা করেন সদস্য আসাদুজ্জামান দার। বিশেষ অতিথি ছিলেন ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব ডা. তবারক উল্যাহ চৌধুরী বায়েজিদ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও জেড ইউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মর্তুজা টিপু। এছাড়াও বক্তব্য রাখেন উপদেষ্টা নাসির উদ্দিন সাইমুম, জেলা বেসরকারি হাসপাতাল মালিক সমিতির সাবেক সভাপতি হারুন উর রশীদ, ফেনী ডেফোডিল স্কুলের সিইও ফরিদ উদ্দিন আহম্মদ মজুমদার, ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগের সভাপতি ফয়জুল হক বাপ্পী এবং সাধারণ সম্পাদক নাসিম আনোয়ার জাকি।
উপহার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন উপহার প্রদান করা হয়। পরশুরামের পশ্চিম অলকা এলাকার মাসুম ও মাহফুজকে ঘর মেরামতের জন্য ২০ হাজার টাকা দেওয়া হয়। আবুল মামা কমপ্লেক্স এতিমখানার শিশুদের জন্য একটি ছাগল প্রদান করা হয়। দাগনভূঞার এক ছাত্রীর জন্য সেলাই মেশিন এবং পরশুরামের চিথলিয়া ইউনিয়নের শালধর নাপিতকোনা এলাকায় সঙ্কটে থাকা ১৫ পরিবারের জন্য ১০০ কেজি চাল ও এক বস্তা আলু উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও লেখক সালেহা খানম, ফেনী ডেফোডিল স্কুলের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন, গোল্ডেন প্যালেস হোটেলের পরিচালক মোঃ ফয়সাল এবং সংগঠনের পক্ষ থেকে সহসভাপতি মহিম উদ্দিন পৃথিবী, দপ্তর সম্পাদক রেহানা পারভীন সীমা, তথ্য ও গবেষণা সম্পাদক নিশাদ আদনান এবং সদস্য কফিল মাহমুদ।
ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগের এই ধরনের মানবিক কার্যক্রম স্থানীয় সমাজে সাহস, উদারতা ও সহমর্মিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
এমআর/সবা
























