১২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে মাজার নিরাপত্তার দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

oplus_1024

জামালপুরে জেলার সকল “মাজার-খানকা-দরবার-দরগাহ শরীফ” এর শতভাগ নিরাপত্তা নিশ্চিতকরণের ধারা অব্যাহত রাখতে মানববন্ধন ও ডিসি বরাবর স্মারকলিপি প্রদান করেন।বুধবার (২০ আগস্ট) দুপুরে শহরের ফৌজদারি মোড়ে তাসওয়াফ ঐক্য পরিষদ, জামালপুরের ব্যানারে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এসময় শাহ সুফি মো. নাহিদ হোসেন চিশতীর সঞ্চালনায় এবং মো. আবু সায়েম হীরার তত্ত্বাবধানে মানববন্ধনে বক্তব্য রাখেন, সৈয়দ শাহেদ উদ্দিন আহমেদ, চিশতীয়া খানকা শরিফের শাহ সুফি মাসুদ হুসাইন পীর সাহেব, কোটামনি মাজার শরীফের আলী করিমুল্লা আল কাদরী, বাগে আবেদ দরবার শরীফের মো. আনোয়ার হোসেন, বাঙ্গালী ওয়াশিয়া দরবার শরীফের মো. মুরাদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ তোফাজ্জল হোসেন নকশাবন্দী মোজাদ্দেদিয়া দরবার শরীফ, মো. বোরহান উদ্দিন চিশতীয়া নিজামীয়া দরবার শরীফ, মো. আশকর আলী চিশতীয়া দরবার শরীফ, মো. হোসেন আলী চিশতী, মো. আনছার আলী চিশতী, মো. তারা মিয়া মোজাদ্দেদীয়া দরবার শরীফ, মো. সামিদুল হক মোজাদ্দেদী, মো. লিয়াকত আলী (সেবায়েত), আফসার আলী চিশতী প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ৫ই আগষ্ট,’২৪ পরবর্তীতে সারাদেশে মাজার-খানকা-দরবার-দরগাহ শরীফগুলিতে হামলা-ভাংচুর-লুটতরাজের মত ঘটনা ঘটেছে। তাসওয়াব ঐক্য পরিষদ এর তীব্র ক্ষোভ, নিন্দা এবং চরম উষ্মা প্রকাশের সাথে সাথে বিচলিত-উৎকন্ঠিত। তবে আমাদের জামালপুরে এপর্যন্ত কোন মাজার বা দরবার শরীফে হামলা ভাংচুর এবং লুটপাট হয়নি। আমরা ডিসি, পুলিশ সুপার মহোদয় এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের গৃহীত আশু অতি বিচক্ষণ পদক্ষেপের উছিলায় জামালপুর জেলায় মাজার ও দরবার শরীফগুলি শতভাগ অক্ষত ছিল যা অদ্যাবধি চলমান। তাসওয়াফ ঐক্য পরিষদ আপনাদের আন্তরিক কৃতজ্ঞতার সাথে সাধুবাদ, ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছে।
বক্তারা আরও বলেন, জামালপুর একটি শান্তিপূর্ণ জেলা। তবে মাঝে মধ্যে জেলায় মাজার ভাঙ্গার সুর এসেছে এবং এখনো আসতেছে। আমরা সজাগ আছি এবং পুলিশ প্রশাসনকে বলবো আপনারাও সজাগ থাকবেন। । এখানে কিছু ধর্ম ব্যবসায়ী আছে যারা উস্কানী দিয়ে থাকেন ব্যবসা টিকিয়ে রাখার জন্য। তারা সবসময় জামালপুরকে অশান্ত রাখতে চায়।
মানববন্ধন শেষে তাসওয়াফ ঐক্য পরিষদ জেলা প্রশাসকের (ডিসি) কাছে স্মারকলিপি প্রদান করেন। এসময় তারা ডিসি মহোদয়ের মাসিক আইন-শৃঙ্খলা মিটিং এ তাদের প্রতিনিধি রাখার জন্য আবেদন করেন।
এসএস/সবা

 

জনপ্রিয় সংবাদ

জামালপুরে মাজার নিরাপত্তার দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আপডেট সময় : ০৭:২০:০৫ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

জামালপুরে জেলার সকল “মাজার-খানকা-দরবার-দরগাহ শরীফ” এর শতভাগ নিরাপত্তা নিশ্চিতকরণের ধারা অব্যাহত রাখতে মানববন্ধন ও ডিসি বরাবর স্মারকলিপি প্রদান করেন।বুধবার (২০ আগস্ট) দুপুরে শহরের ফৌজদারি মোড়ে তাসওয়াফ ঐক্য পরিষদ, জামালপুরের ব্যানারে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এসময় শাহ সুফি মো. নাহিদ হোসেন চিশতীর সঞ্চালনায় এবং মো. আবু সায়েম হীরার তত্ত্বাবধানে মানববন্ধনে বক্তব্য রাখেন, সৈয়দ শাহেদ উদ্দিন আহমেদ, চিশতীয়া খানকা শরিফের শাহ সুফি মাসুদ হুসাইন পীর সাহেব, কোটামনি মাজার শরীফের আলী করিমুল্লা আল কাদরী, বাগে আবেদ দরবার শরীফের মো. আনোয়ার হোসেন, বাঙ্গালী ওয়াশিয়া দরবার শরীফের মো. মুরাদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ তোফাজ্জল হোসেন নকশাবন্দী মোজাদ্দেদিয়া দরবার শরীফ, মো. বোরহান উদ্দিন চিশতীয়া নিজামীয়া দরবার শরীফ, মো. আশকর আলী চিশতীয়া দরবার শরীফ, মো. হোসেন আলী চিশতী, মো. আনছার আলী চিশতী, মো. তারা মিয়া মোজাদ্দেদীয়া দরবার শরীফ, মো. সামিদুল হক মোজাদ্দেদী, মো. লিয়াকত আলী (সেবায়েত), আফসার আলী চিশতী প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ৫ই আগষ্ট,’২৪ পরবর্তীতে সারাদেশে মাজার-খানকা-দরবার-দরগাহ শরীফগুলিতে হামলা-ভাংচুর-লুটতরাজের মত ঘটনা ঘটেছে। তাসওয়াব ঐক্য পরিষদ এর তীব্র ক্ষোভ, নিন্দা এবং চরম উষ্মা প্রকাশের সাথে সাথে বিচলিত-উৎকন্ঠিত। তবে আমাদের জামালপুরে এপর্যন্ত কোন মাজার বা দরবার শরীফে হামলা ভাংচুর এবং লুটপাট হয়নি। আমরা ডিসি, পুলিশ সুপার মহোদয় এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের গৃহীত আশু অতি বিচক্ষণ পদক্ষেপের উছিলায় জামালপুর জেলায় মাজার ও দরবার শরীফগুলি শতভাগ অক্ষত ছিল যা অদ্যাবধি চলমান। তাসওয়াফ ঐক্য পরিষদ আপনাদের আন্তরিক কৃতজ্ঞতার সাথে সাধুবাদ, ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছে।
বক্তারা আরও বলেন, জামালপুর একটি শান্তিপূর্ণ জেলা। তবে মাঝে মধ্যে জেলায় মাজার ভাঙ্গার সুর এসেছে এবং এখনো আসতেছে। আমরা সজাগ আছি এবং পুলিশ প্রশাসনকে বলবো আপনারাও সজাগ থাকবেন। । এখানে কিছু ধর্ম ব্যবসায়ী আছে যারা উস্কানী দিয়ে থাকেন ব্যবসা টিকিয়ে রাখার জন্য। তারা সবসময় জামালপুরকে অশান্ত রাখতে চায়।
মানববন্ধন শেষে তাসওয়াফ ঐক্য পরিষদ জেলা প্রশাসকের (ডিসি) কাছে স্মারকলিপি প্রদান করেন। এসময় তারা ডিসি মহোদয়ের মাসিক আইন-শৃঙ্খলা মিটিং এ তাদের প্রতিনিধি রাখার জন্য আবেদন করেন।
এসএস/সবা