ফরিদগঞ্জে নব প্রকাশিত সাহিত্য সংগঠন ‘ফরিদগঞ্জ সাহিত্য সংসদ’ এর প্রথম সাহিত্য আসর সম্পন্ন হয়েছে৷ শুক্রবার (২২ আগস্ট ২০২৫) বিকেলে সংগঠনের আহ্বায়ক শামীম হাসানের সভাপতিত্বে ও সদস্য সচিব মোস্তফিজুর রহমানের সঞ্চালনায় ফরিদগঞ্জ উপজেলা মডেল মসজিদ সমুখে সংগঠনটির প্রথম সাহিত্য আসর সম্পন্ন হয়৷ সভায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন সাহিত্য কর্মী ইয়াছিন দেওয়ান (পারভেজ) সভায় উপস্থিত সাহিত্য প্রেমীরা নিজেদের স্বরচিত লেখা পাঠ করেন এবং লেখা পাঠ শেষে পাঠ আলোচনা সম্পন্ন হয়৷ সভায় উপস্থিত সকলে নিজেদের পাঠিত বইয়ের অভিজ্ঞতা উপস্থাপন করেন৷
সাহিত্য আসরে উপস্থিত ছিলেন, সাহেদ বিন তাহের, নীলপত্র পাটোয়ারী, মুহাম্মদ শাহিন, মেসবাহ উদ্দিন,সাহেদ সিয়াম, তানজিল, মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসাইন, অনিক হোসাইন, মিরাজ আখন, নিঝুম সহ প্রমুখ।
এসএস/সবা
শিরোনাম
ফরিদগঞ্জ সাহিত্য সংসদের প্রথম ‘সাহিত্য আসর’
-
নিজস্ব প্রতিনিধি - আপডেট সময় : ০৭:৩৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
- ।
- 89
জনপ্রিয় সংবাদ




















