০৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাজারহাটে স্কুলের খেলার মাঠে আশ্রয়কেন্দ্র নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

{"data":{"activityName":"","alias":"","appversion":"0.0.1","editType":"image_edit","exportType":"image_export","filterId":"","imageEffectId":"","os":"android","pictureId":"efda6ba1aa3f494ab37945ef296dafb7","playId":"","product":"lv","infoStickerId":"","stickerId":""},"source_type":"vicut","tiktok_developers_3p_anchor_params":"{"source_type":"vicut","client_key":"aw889s25wozf8s7e","picture_template_id":"","capability_name":"retouch_edit_tool"}"}

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সুখদেব বালিকা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে আশ্রয়কেন্দ্র ভবন নির্মাণের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার (২৪ আগস্ট ২০২৫) দুপুর ১টায় সুখদেব বালিকা উচ্চ বিদ্যালয় ও সুখদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ছাড়াও শিক্ষক, আইনজীবী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জজ কোর্টের আইনজীবী রায়হানুল ইসলাম কানন, বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজারহাট উপজেলা আহ্বায়ক ও শিক্ষক মনিবুল হক বসুনিয়া এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।
আইনজীবী রায়হানুল ইসলাম কানন বলেন, “বিদ্যালয়ের শিক্ষার্থীদের একমাত্র খেলার মাঠ বন্ধ করে আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হলে তারা খেলাধুলার সুযোগ হারাবে। খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য অপরিহার্য। তাই মাঠ রক্ষায় উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসককে দ্রুত উদ্যোগ নিতে হবে।”
শিক্ষক মনিবুল হক বসুনিয়া বলেন, “বিদ্যালয়ের মাঠ রক্ষার দাবিটি শুধু শিক্ষার্থীদের নয়, এটি এলাকার মানুষের প্রাণের দাবি। মাঠ বন্ধ করে ভবন নির্মাণ করা হলে ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম ধ্বংস হয়ে যাবে। তাই বিকল্প স্থানে আশ্রয়কেন্দ্র নির্মাণ করা জরুরি।” তিনি এ বিষয়ে স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার দৃষ্টি আকর্ষণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, “আমাদের একমাত্র খেলার মাঠ কেড়ে নেওয়া হলে আমরা খেলাধুলা থেকে বঞ্চিত হব। আমরা চাই মাঠটা যেমন আছে তেমনই থাকুক, ভবন হোক অন্য কোথাও।” শিক্ষার্থী শাপলা, সুমাইয়া ও মুহিতা উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকের প্রতি মাঠ রক্ষার আহ্বান জানান।
এসময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেয়—
“আমাদের মাঠ ফেরত চাই, মাঠ বন্ধ করে আশ্রয়কেন্দ্র নির্মাণ চলবে না।”
“খেলাধুলা আমাদের অধিকার, মাঠ বাঁচাও সরকার।”
বক্তারা হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, মাঠ দখল করে ভবন নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে না আসা হলে এলাকাবাসী কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।
অন্যদিকে আশ্রয়কেন্দ্র নির্মাণের বিষয়ে সুখদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নুরুজ্জামান জানান, “বিশ্বব্যাংকের অর্থায়নে প্রাইমারি স্কুল কাম ফ্লাড সেন্টার প্রকল্পের আওতায় বিদ্যালয়ের নিজস্ব জমিতেই এই ভবন নির্মাণ হচ্ছে। মাঠ সংকীর্ণ হয়ে যাবে, সেটা স্বীকার করছি। তবে বড় একটি ভবন হলে এলাকার জন্যও উপকার হবে—এই চিন্তা করেই আমরা প্রস্তাব দিয়েছি।”
এসএস/সবা

জনপ্রিয় সংবাদ

ছাত্র সংসদে ভোটের ফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: মির্জা ফখরুল

রাজারহাটে স্কুলের খেলার মাঠে আশ্রয়কেন্দ্র নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০৪:৩৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সুখদেব বালিকা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে আশ্রয়কেন্দ্র ভবন নির্মাণের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার (২৪ আগস্ট ২০২৫) দুপুর ১টায় সুখদেব বালিকা উচ্চ বিদ্যালয় ও সুখদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ছাড়াও শিক্ষক, আইনজীবী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জজ কোর্টের আইনজীবী রায়হানুল ইসলাম কানন, বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজারহাট উপজেলা আহ্বায়ক ও শিক্ষক মনিবুল হক বসুনিয়া এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।
আইনজীবী রায়হানুল ইসলাম কানন বলেন, “বিদ্যালয়ের শিক্ষার্থীদের একমাত্র খেলার মাঠ বন্ধ করে আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হলে তারা খেলাধুলার সুযোগ হারাবে। খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য অপরিহার্য। তাই মাঠ রক্ষায় উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসককে দ্রুত উদ্যোগ নিতে হবে।”
শিক্ষক মনিবুল হক বসুনিয়া বলেন, “বিদ্যালয়ের মাঠ রক্ষার দাবিটি শুধু শিক্ষার্থীদের নয়, এটি এলাকার মানুষের প্রাণের দাবি। মাঠ বন্ধ করে ভবন নির্মাণ করা হলে ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম ধ্বংস হয়ে যাবে। তাই বিকল্প স্থানে আশ্রয়কেন্দ্র নির্মাণ করা জরুরি।” তিনি এ বিষয়ে স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার দৃষ্টি আকর্ষণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, “আমাদের একমাত্র খেলার মাঠ কেড়ে নেওয়া হলে আমরা খেলাধুলা থেকে বঞ্চিত হব। আমরা চাই মাঠটা যেমন আছে তেমনই থাকুক, ভবন হোক অন্য কোথাও।” শিক্ষার্থী শাপলা, সুমাইয়া ও মুহিতা উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকের প্রতি মাঠ রক্ষার আহ্বান জানান।
এসময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেয়—
“আমাদের মাঠ ফেরত চাই, মাঠ বন্ধ করে আশ্রয়কেন্দ্র নির্মাণ চলবে না।”
“খেলাধুলা আমাদের অধিকার, মাঠ বাঁচাও সরকার।”
বক্তারা হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, মাঠ দখল করে ভবন নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে না আসা হলে এলাকাবাসী কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।
অন্যদিকে আশ্রয়কেন্দ্র নির্মাণের বিষয়ে সুখদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নুরুজ্জামান জানান, “বিশ্বব্যাংকের অর্থায়নে প্রাইমারি স্কুল কাম ফ্লাড সেন্টার প্রকল্পের আওতায় বিদ্যালয়ের নিজস্ব জমিতেই এই ভবন নির্মাণ হচ্ছে। মাঠ সংকীর্ণ হয়ে যাবে, সেটা স্বীকার করছি। তবে বড় একটি ভবন হলে এলাকার জন্যও উপকার হবে—এই চিন্তা করেই আমরা প্রস্তাব দিয়েছি।”
এসএস/সবা