ফেনী শহরের পুলিশ কোয়াটার এলাকায় চাঁদা না দেওয়ায় নির্মাণ কাজ বন্ধ করে দেয়ার অভিযোগে ফেনী মড়েল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী । শনিবার (২৩ আগষ্ট) ফেনী মডেল থানায় লিখিত অভিযোগটি দায়ের করেন মো: রবিউল হক ভূইয়া।
অভিযোগ সূত্রে জানা গেছে, সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের আনন্দিপুর গ্রামের মাহবুবুল হকের ছেলে মো: রবিউল হক ভূইয়া, পুলিশ কোয়াটার এলাকার আবদু রশিদের ছেলে আবুল বশর মোহাম্মদ শাহ আলম এর কাছ থেকে তার পৈতৃক সম্প্রতি রামপুর মৌজার ৩৩৬৭ নং খতিয়ানের সাড়ে ৮ ডিং ভুমিতে বহুতল ভবন নির্মাণের চুক্তিতে আবদ্ধ হয়ে কাজ শুরু করে। এতে তার আপন ভাই আবু সালেহ আহম্মদ বদরুল আলম বিভিন্ন ভাবে মোটা অংকের টাকা চাঁদা দাবী করে বিভিন্ন হুমকি ধমকি প্রদান করে আসছে। এবং কাজ বন্ধ করে দেয়। এছাড়া শ্রমিকদের মারধর করে তাড়িয়ে দেয়।
এ ছাড়াও বদরুল আলম ফেনীর আদালতে ইমারত নির্মাণ আইন লঙ্ঘন করছি এমন একটি মিথ্যা মামলা দায়ের করে রবিউল হক ভূইয়া কে হয়রানি করছে এবং নির্মাণ কাজ বন্ধ করে দেয়। আদালত মামলাটি মিথ্যা হওয়ায় তা খারিজ করে ফেনী পৌরসভা বিষয়টি সমাধান করতে পারে বলে মন্তব্য করেন। ডেভলপার মালিক মো: রবিউল হক ভূইয়া জানান, উক্ত বিবাদী আবু ছালে মো: বদরুল আলম কাজ শুরু থেকে বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিয়ে তার সাথে বসতে বলে এতে রবিউল হক ভূইয়া না বসায় কাজ বন্ধ করে দেয়। তিনি আরো জানান, দীর্ঘ ৯ মাস কাজ বন্ধ থাকায় তার ডেভলপার কোম্পানির অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে। এছাড়াও রড়, সিমেন্ট, বালুসহ নির্মাণ কাজে ব্যাবহত মালামাল নষ্ট হচ্ছে। এ বিষয়ে রবিউল হক ভূইয়া ২১ আগষ্ট বাদী হয়ে ফেনী মড়েল থানায় ও ফেনী পৌরসভায় পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছে।
জানতে চাইলে বিবাদী আবু সালে আহম্মদ বদরুল আলম বলেন, চাঁদা দাবী করার বিষয়টি সঠিক নয় মারধর নয় লাঠি হাতে নিয়ে ধমকি দিয়েছি কাজ না করতে। একটি পক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
এসএস/সবা
শিরোনাম
ফেনীতে চাঁদা না দেওয়ায় নির্মাণ কাজ বন্ধ, থানায় অভিযোগ
-
ফেনী প্রতিনিধি - আপডেট সময় : ০৬:৫২:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
- ।
- 103
জনপ্রিয় সংবাদ




















