০৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামদেব বিএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

রবিবার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে স্বেচ্ছাচারিতা ও নানা অনিয়ম চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে রয়েছে—বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না হয়ে হাজিরা খাতায় স্বাক্ষর দেওয়া, বিদ্যালয়ের আর্থিক লেনদেনে গরমিল, বিদ্যালয়ের মাঠে ধান চাষ, মসজিদ নির্মাণের কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ, নিয়োগের নামে টাকা গ্রহণ, বিদ্যালয়ের গাছ কেটে বিক্রির মাধ্যমে অর্থ আত্মসাৎ এছাড়াও শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য পর্যাপ্ত ওয়াশরুম না থাকা, শিক্ষকদের টাইমস্কেল ও কোড পরিবর্তনে টালবাহানার অভিযোগও তুলে ধরেন বক্তারা।

বক্তারা বলেন, এসব অনিয়ম ও দুর্নীতির কারণে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলছে। তাই বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত প্রধান শিক্ষককে অপসারণের দাবি জানান তারা।

মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা সড়কে বসে পড়লে সুন্দরগঞ্জ–রংপুর সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়।

অভিযোগ প্রসঙ্গে প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম বলেন, “মানববন্ধনে আমাকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্য দেওয়া হয়েছে। স্বার্থান্বেষী মহলের কিছু লোক কমিটিতে আসতে চায়। এতে আমি রাজি না হওয়ায় তারা আমার বিরুদ্ধে অভিযোগ করছে।”

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

ছাত্র সংসদে ভোটের ফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: মির্জা ফখরুল

সুন্দরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

আপডেট সময় : ০৭:১৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামদেব বিএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

রবিবার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে স্বেচ্ছাচারিতা ও নানা অনিয়ম চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে রয়েছে—বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না হয়ে হাজিরা খাতায় স্বাক্ষর দেওয়া, বিদ্যালয়ের আর্থিক লেনদেনে গরমিল, বিদ্যালয়ের মাঠে ধান চাষ, মসজিদ নির্মাণের কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ, নিয়োগের নামে টাকা গ্রহণ, বিদ্যালয়ের গাছ কেটে বিক্রির মাধ্যমে অর্থ আত্মসাৎ এছাড়াও শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য পর্যাপ্ত ওয়াশরুম না থাকা, শিক্ষকদের টাইমস্কেল ও কোড পরিবর্তনে টালবাহানার অভিযোগও তুলে ধরেন বক্তারা।

বক্তারা বলেন, এসব অনিয়ম ও দুর্নীতির কারণে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলছে। তাই বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত প্রধান শিক্ষককে অপসারণের দাবি জানান তারা।

মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা সড়কে বসে পড়লে সুন্দরগঞ্জ–রংপুর সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়।

অভিযোগ প্রসঙ্গে প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম বলেন, “মানববন্ধনে আমাকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্য দেওয়া হয়েছে। স্বার্থান্বেষী মহলের কিছু লোক কমিটিতে আসতে চায়। এতে আমি রাজি না হওয়ায় তারা আমার বিরুদ্ধে অভিযোগ করছে।”

এমআর/সবা