০৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাঘাইছড়িতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক অনুষ্ঠিত

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” শ্লোগানকে সামনে রেখে রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) সকাল ১০টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়ের সহযোগিতায় এ আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কাচালং সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়, বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয় ও মেদিনীপুর উচ্চ বিদ্যালয়ের বিতার্কিকরা। প্রতিযোগিতায় মেদিনীপুর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং কাচালং সরকারি মডেল উচ্চ বিদ্যালয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর, কাচালং সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান কামাল হোসেন মীর এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার বাবু অংজিং মারমা।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাবু ভদ্র সেন চাকমার সভাপতিত্বে বক্তারা বলেন, দুর্নীতি জাতীয় উন্নয়ন ও অগ্রগতির প্রধান অন্তরায়। সমাজ থেকে দুর্নীতি দূর করতে হলে তরুণ প্রজন্মকে সচেতন ও নৈতিকতার চর্চায় অভ্যস্ত হতে হবে। শিক্ষার্থীদের মধ্যে সততা, মানবিকতা ও দায়িত্ববোধ গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। আরও বলেন, একজন শিক্ষার্থী যদি শৈশব থেকেই দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয়, তবে ভবিষ্যতে সে সৎ নাগরিক ও ন্যায়নিষ্ঠ নেতা হিসেবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। দুর্নীতি প্রতিরোধে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে এবং এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক চেতনা সৃষ্টিতে বড় অবদান রাখবে।
পরে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এসএস/সবা

জনপ্রিয় সংবাদ

ছাত্র সংসদে ভোটের ফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: মির্জা ফখরুল

বাঘাইছড়িতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:০০:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” শ্লোগানকে সামনে রেখে রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) সকাল ১০টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়ের সহযোগিতায় এ আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কাচালং সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়, বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয় ও মেদিনীপুর উচ্চ বিদ্যালয়ের বিতার্কিকরা। প্রতিযোগিতায় মেদিনীপুর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং কাচালং সরকারি মডেল উচ্চ বিদ্যালয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর, কাচালং সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান কামাল হোসেন মীর এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার বাবু অংজিং মারমা।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাবু ভদ্র সেন চাকমার সভাপতিত্বে বক্তারা বলেন, দুর্নীতি জাতীয় উন্নয়ন ও অগ্রগতির প্রধান অন্তরায়। সমাজ থেকে দুর্নীতি দূর করতে হলে তরুণ প্রজন্মকে সচেতন ও নৈতিকতার চর্চায় অভ্যস্ত হতে হবে। শিক্ষার্থীদের মধ্যে সততা, মানবিকতা ও দায়িত্ববোধ গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। আরও বলেন, একজন শিক্ষার্থী যদি শৈশব থেকেই দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয়, তবে ভবিষ্যতে সে সৎ নাগরিক ও ন্যায়নিষ্ঠ নেতা হিসেবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। দুর্নীতি প্রতিরোধে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে এবং এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক চেতনা সৃষ্টিতে বড় অবদান রাখবে।
পরে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এসএস/সবা