যশোর কেন্দ্রীয় কারাগারের এক সিভিল স্টাফ আব্দুস সামাদের (ব্ল্যাক স্মিথ) ডান হাতের বগলে লুকিয়ে রাখা ১২০ গ্রাম গাঁজাসহ আটক হয়েছে। সোমবার (২৫ আগস্ট) তিনি কারাগারে প্রবেশের সময় তল্লাশিতে গাঁজা পাওয়ার পর তাকে আটক করা হয়। আব্দুস শুকুর মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার খুনিরটক গ্রামের সহিমুদ্দিনের ছেলে।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার শরিফুল আলম সাংবাদিকদের জানান, সকাল পৌনে ৮ টার মিনিটের দিকে আব্দুস শুকুর কারাগারে প্রবেশের জন্য ফটকে আসেন। নিয়মানুযায়ী সহকারী প্রধান কারারক্ষী আবুল হাশেম তার দেহ তল্লাশি করেন। এসময় তার ডান বগল থেকে সাদা পলিথিনে মোড়ানো ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে কারা কর্তৃপক্ষ তাকে যশোর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হবে।
এই বিষয়ে জানার জন্য যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাতের মুঠোফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।
এসএস/সবা




















