০৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাজারহাটে খাদ্যবান্ধব কর্মসূচির বিতরণে তিন কেন্দ্রে স্থবিরতা

{"data":{"activityName":"","alias":"","appversion":"0.0.1","editType":"image_edit","exportType":"image_export","filterId":"","imageEffectId":"","os":"android","pictureId":"eb8b6854f88e4de395284dc6704668e3","playId":"","product":"lv","infoStickerId":"","stickerId":""},"source_type":"vicut","tiktok_developers_3p_anchor_params":"{"source_type":"vicut","client_key":"aw889s25wozf8s7e","picture_template_id":"","capability_name":"retouch_edit_tool"}"}

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় হতদরিদ্রদের জন্য স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ কার্যক্রম আজ সোমবার (২৫ আগস্ট) থেকে শুরু হওয়ার কথা থাকলেও উপজেলার ২৮টি কেন্দ্রের মধ্যে তিনটি কেন্দ্রে চাল বিতরণ বন্ধ রয়েছে।

বন্ধ থাকা কেন্দ্রগুলো হলো— চাকিরপশার ইউনিয়নের আমতলী, ছিনাই ইউনিয়নের চাঁদের বাজার ও ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সিঙ্গেরডাবরী বাজার।
চাল নিতে গিয়ে ফিরে আসেন অনেক অসহায় মানুষ। ভুক্তভোগীরা জানান, চাল বিতরণ বন্ধ থাকায় তারা চরম ভোগান্তিতে পড়েছেন। সরকারের উদ্যোগ থেকে বঞ্চিত হওয়ায় হতাশা প্রকাশ করেন দরিদ্র জনগণ।
এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোসাঃ মাসুদা বেগম বলেন, “গুদামে পর্যাপ্ত চাল মজুদ রয়েছে। তবে খাদ্যবান্ধব কর্মসূচির আওতাধীন বরাদ্দের চাল পর্যাপ্ত না থাকায় তিনটি পয়েন্টে চালের জন্য ডিও দেওয়া হয়নি। বিষয়টি আজ আলোচনা করা হয়েছে। আশা করা যাচ্ছে আগামীকাল থেকেই বরাদ্দ দেওয়া সম্ভব হবে।”
উল্লেখ্য, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র পরিবারের মাঝে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এসএস/সবা

জনপ্রিয় সংবাদ

ছাত্র সংসদে ভোটের ফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: মির্জা ফখরুল

রাজারহাটে খাদ্যবান্ধব কর্মসূচির বিতরণে তিন কেন্দ্রে স্থবিরতা

আপডেট সময় : ০৪:৩৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় হতদরিদ্রদের জন্য স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ কার্যক্রম আজ সোমবার (২৫ আগস্ট) থেকে শুরু হওয়ার কথা থাকলেও উপজেলার ২৮টি কেন্দ্রের মধ্যে তিনটি কেন্দ্রে চাল বিতরণ বন্ধ রয়েছে।

বন্ধ থাকা কেন্দ্রগুলো হলো— চাকিরপশার ইউনিয়নের আমতলী, ছিনাই ইউনিয়নের চাঁদের বাজার ও ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সিঙ্গেরডাবরী বাজার।
চাল নিতে গিয়ে ফিরে আসেন অনেক অসহায় মানুষ। ভুক্তভোগীরা জানান, চাল বিতরণ বন্ধ থাকায় তারা চরম ভোগান্তিতে পড়েছেন। সরকারের উদ্যোগ থেকে বঞ্চিত হওয়ায় হতাশা প্রকাশ করেন দরিদ্র জনগণ।
এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোসাঃ মাসুদা বেগম বলেন, “গুদামে পর্যাপ্ত চাল মজুদ রয়েছে। তবে খাদ্যবান্ধব কর্মসূচির আওতাধীন বরাদ্দের চাল পর্যাপ্ত না থাকায় তিনটি পয়েন্টে চালের জন্য ডিও দেওয়া হয়নি। বিষয়টি আজ আলোচনা করা হয়েছে। আশা করা যাচ্ছে আগামীকাল থেকেই বরাদ্দ দেওয়া সম্ভব হবে।”
উল্লেখ্য, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র পরিবারের মাঝে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এসএস/সবা