০৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ক্যাম্পাসে রিকশা-ভ্যান চালকদের মাঝে ইবি জিয়া পরিষদের রেইনকোট বিতরণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্থতা কামনায় রিকশা-ভ্যান চালকদের মাঝে রেইনকোট বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের নেতারা।
সোমবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন সংলগ্ন বাংলা মঞ্চে কেন্দ্রীয় প্রোগ্রামের অংশ হিসেবে এই রেইনকোট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. ফারুকুজ্জামান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন টিএসসিসি পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন, ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. মোহাঃ তোজাম্মেল হোসেন, সাদা দলের আহবায়ক অধ্যাপক ড. এ. কে. এম. মতিনূর রহমান, অধ্যাপক ড. মোঃ আলীনূর রহমান ও জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক সাহেদ আহম্মেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী বলেন, ফ্যাসিস্টমুক্ত দেশ বর্তমানে অনেকটাই নিরাপদ। দেশকে যে ঐক্যবদ্ধ থাকতে হবে তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯দফায় উল্লেখ আছে। তিনি আরও বলেন, মাটি ও মানুষের মা বেগম খালেদা জিয়ার জন্য রেইনকোট বিতরণ যথেষ্ট নয়। মেহনতি মানুষ সহ সকল শ্রেণির মানুষের পাশে দাঁড়াতে হবে। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে মানবতার সেবায় অংশ নিতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, বেশি-বেশি কাজ করতে হবে মানুষের জন্য। দলের চেয়ে দেশ বড় যদি হয়, আমাদের রাজনীতি-চিন্তাভাবনা-কর্ম সব কিছুই জনগণের উদ্দেশ্যে হবে। মানুষের জন্য যদি আমরা রাজনীতি এবং কর্মকাণ্ড পরিচালনা করতে পারি, সেখানেই আমাদের সফলতা। তাহলেই সুখী-সুন্দর-সমৃদ্ধ বাংলাদেশ আমরা পাবো; যে বাংলাদেশ ‘প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ’ এই প্রত্যয়ের সাথে যুক্ত।
তিনি আরও বলেন, জাতীয়তাবাদী দলের রাজনীতি যারা করেন, তাদের আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে পড়তে হবে। তাহলে ব্যক্তিগত লোভ-লালসা-পাওয়ার আকাঙ্খা থাকবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুপস্থিত রেখে জাতীয়তাবাদী দলের কর্মকাণ্ড চলতে পারবে না, মানুষের প্রত্যাশাও পূরণ করতে পারবে না। মহান আল্লাহ তায়ালার কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতা প্রার্থনা করে তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, বেগম খালেদা জিয়া আগামী দিনে দেশ পরিচালনা করবেন, আরও দীর্ঘ দিন জনগণকে নেতৃত্ব দিবেন।
এসএস/সবা

জনপ্রিয় সংবাদ

ছাত্র সংসদে ভোটের ফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: মির্জা ফখরুল

ক্যাম্পাসে রিকশা-ভ্যান চালকদের মাঝে ইবি জিয়া পরিষদের রেইনকোট বিতরণ

আপডেট সময় : ০৪:৫৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্থতা কামনায় রিকশা-ভ্যান চালকদের মাঝে রেইনকোট বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের নেতারা।
সোমবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন সংলগ্ন বাংলা মঞ্চে কেন্দ্রীয় প্রোগ্রামের অংশ হিসেবে এই রেইনকোট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. ফারুকুজ্জামান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন টিএসসিসি পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন, ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. মোহাঃ তোজাম্মেল হোসেন, সাদা দলের আহবায়ক অধ্যাপক ড. এ. কে. এম. মতিনূর রহমান, অধ্যাপক ড. মোঃ আলীনূর রহমান ও জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক সাহেদ আহম্মেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী বলেন, ফ্যাসিস্টমুক্ত দেশ বর্তমানে অনেকটাই নিরাপদ। দেশকে যে ঐক্যবদ্ধ থাকতে হবে তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯দফায় উল্লেখ আছে। তিনি আরও বলেন, মাটি ও মানুষের মা বেগম খালেদা জিয়ার জন্য রেইনকোট বিতরণ যথেষ্ট নয়। মেহনতি মানুষ সহ সকল শ্রেণির মানুষের পাশে দাঁড়াতে হবে। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে মানবতার সেবায় অংশ নিতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, বেশি-বেশি কাজ করতে হবে মানুষের জন্য। দলের চেয়ে দেশ বড় যদি হয়, আমাদের রাজনীতি-চিন্তাভাবনা-কর্ম সব কিছুই জনগণের উদ্দেশ্যে হবে। মানুষের জন্য যদি আমরা রাজনীতি এবং কর্মকাণ্ড পরিচালনা করতে পারি, সেখানেই আমাদের সফলতা। তাহলেই সুখী-সুন্দর-সমৃদ্ধ বাংলাদেশ আমরা পাবো; যে বাংলাদেশ ‘প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ’ এই প্রত্যয়ের সাথে যুক্ত।
তিনি আরও বলেন, জাতীয়তাবাদী দলের রাজনীতি যারা করেন, তাদের আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে পড়তে হবে। তাহলে ব্যক্তিগত লোভ-লালসা-পাওয়ার আকাঙ্খা থাকবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুপস্থিত রেখে জাতীয়তাবাদী দলের কর্মকাণ্ড চলতে পারবে না, মানুষের প্রত্যাশাও পূরণ করতে পারবে না। মহান আল্লাহ তায়ালার কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতা প্রার্থনা করে তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, বেগম খালেদা জিয়া আগামী দিনে দেশ পরিচালনা করবেন, আরও দীর্ঘ দিন জনগণকে নেতৃত্ব দিবেন।
এসএস/সবা