ফেনীতে জুলাই গণঅভ্যুত্থানের একটি মামলায় মো. হাসান (২২) নামের এক আন্দোলনকারীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় জুলাই যোদ্ধা ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ১৮ আগস্ট রাতে ফেনী সদর উপজেলার মাথিয়ারা এলাকায় টেলিভিশনে খেলা দেখা নিয়ে হৈ-হুল্লোড়ের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে সাত যুবককে আটক করে। পরে ছয়জনকে ছেড়ে দিলেও সিএনজি চালক হানিফের ছেলে হাসানকে জুলাই অভ্যুত্থানের আহতের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এলাকাবাসীর দাবি, হাসান রাজনৈতিকভাবে সক্রিয় থাকায় তাকে টার্গেট করা হয়েছে। স্থানীয় জুলাই যোদ্ধা আদনান হোসেন অতুল অভিযোগ করে বলেন, হাসান আমার সহযোদ্ধা। তাকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে। একই অভিযোগ করেছেন হাসানের পরিবারও।
অন্যদিকে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরেফিন সিদ্দিকী বলেন, মামলার তদন্তে হাসানের সম্পৃক্ততা পাওয়া গেছে। কাউকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়নি।
এমআর/সবা




















