০৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফেনীতে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ৫ বাংলাদেশী নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করছে বিএসএফ

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ফেনী সীমান্ত মেইন পিলার বাংলাদেশের অভ্যন্তরে “গীলাবাড়ী’’ নামক স্থানে ৫ জন বাংলাদেশীকে বিজিবি’র নিকট হস্তান্তর করেছে বিএসএফ। গত রবিবার বিকালে তাদের কে হস্তান্তর করা হয়। জানাযায়, ১। মোঃ রাফি (২৫), পিতাঃ আবু জাফর, গ্রামঃ রগুনাথপুর (যোগীবাড়ী), ডাকঘর-রহমানপুর, থানাঃ পত্নীতলা এবং জেলাঃ নওগাঁ, (২) মোঃআবুল বাশার (৫৫), পিতাঃ মৃত হেদায়েত উল্লা, গ্রাম- কাদরা, ডাকঘর- কাদরা, উপজেলা- শাহরাস্তি এবং জেলাঃ চাঁদপুর, (৩) এমদাদ হোসেন (২৭), পিতা- দেলোয়ার হোসেন দিলু, গ্রাম- নিজকালিকাপুর, ডাকঘর-বটতলী বাজার, উপজেলা- পরশুরাম এবং জেলা- ফেনী, (৪) মোঃ গিয়াস উদ্দিন (৪০), পিতা- মৃত ফয়েজ আহাম্মদ, গ্রাম- দূর্গাপুর সিংহনগর, ডাকঘর- করইয়া বাজার, উপজেলা- ছাগলনাইয়া এবং জেলা- ফেনী এবং (৫) সাইদুজ্জামান ভূঁঞা (২৯), পিতা- খায়েজ আহাম্মদ ভূঞা, গ্রাম- গুথুমা, ডাকঘর- গুথুমা, উপজেলা- পরশুরাম এবং জেলা- ফেনী।

আটককৃত বাংলাদেশীরা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে বিভিন্ন স্থানে অবস্থানকালে স্থানীয় ভারতীয় পুলিশ ও বিএসএফ কর্তৃক আটক হয়। পরবর্তীতে দায়িত্বপূর্ণ এলাকার বিএসএফ কর্তৃক তাদেরকে ফেরত প্রদানের ব্যাপারে বিজিবি’র নিকট অনুরোধ করলে পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে বর্ণিত বাংলাদেশী নাগরিকদের নাগরিকত্ব ও ঠিকানা যাচাই করে সঠিক পাওয়া যায়। পরবর্তীতে বিজিবি-বিএসএফ যৌথ সমন্বয়/পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃত বাংলাদেশী নাগরিকের যথাযথ প্রক্রিয়ায় হস্তান্তর- গ্রহণ সম্পন্ন করে অবৈধ অনুপ্রবেশের দায়ে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এসএস/সবা

জনপ্রিয় সংবাদ

ছাত্র সংসদে ভোটের ফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: মির্জা ফখরুল

ফেনীতে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ৫ বাংলাদেশী নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করছে বিএসএফ

আপডেট সময় : ০৫:৩৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ফেনী সীমান্ত মেইন পিলার বাংলাদেশের অভ্যন্তরে “গীলাবাড়ী’’ নামক স্থানে ৫ জন বাংলাদেশীকে বিজিবি’র নিকট হস্তান্তর করেছে বিএসএফ। গত রবিবার বিকালে তাদের কে হস্তান্তর করা হয়। জানাযায়, ১। মোঃ রাফি (২৫), পিতাঃ আবু জাফর, গ্রামঃ রগুনাথপুর (যোগীবাড়ী), ডাকঘর-রহমানপুর, থানাঃ পত্নীতলা এবং জেলাঃ নওগাঁ, (২) মোঃআবুল বাশার (৫৫), পিতাঃ মৃত হেদায়েত উল্লা, গ্রাম- কাদরা, ডাকঘর- কাদরা, উপজেলা- শাহরাস্তি এবং জেলাঃ চাঁদপুর, (৩) এমদাদ হোসেন (২৭), পিতা- দেলোয়ার হোসেন দিলু, গ্রাম- নিজকালিকাপুর, ডাকঘর-বটতলী বাজার, উপজেলা- পরশুরাম এবং জেলা- ফেনী, (৪) মোঃ গিয়াস উদ্দিন (৪০), পিতা- মৃত ফয়েজ আহাম্মদ, গ্রাম- দূর্গাপুর সিংহনগর, ডাকঘর- করইয়া বাজার, উপজেলা- ছাগলনাইয়া এবং জেলা- ফেনী এবং (৫) সাইদুজ্জামান ভূঁঞা (২৯), পিতা- খায়েজ আহাম্মদ ভূঞা, গ্রাম- গুথুমা, ডাকঘর- গুথুমা, উপজেলা- পরশুরাম এবং জেলা- ফেনী।

আটককৃত বাংলাদেশীরা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে বিভিন্ন স্থানে অবস্থানকালে স্থানীয় ভারতীয় পুলিশ ও বিএসএফ কর্তৃক আটক হয়। পরবর্তীতে দায়িত্বপূর্ণ এলাকার বিএসএফ কর্তৃক তাদেরকে ফেরত প্রদানের ব্যাপারে বিজিবি’র নিকট অনুরোধ করলে পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে বর্ণিত বাংলাদেশী নাগরিকদের নাগরিকত্ব ও ঠিকানা যাচাই করে সঠিক পাওয়া যায়। পরবর্তীতে বিজিবি-বিএসএফ যৌথ সমন্বয়/পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃত বাংলাদেশী নাগরিকের যথাযথ প্রক্রিয়ায় হস্তান্তর- গ্রহণ সম্পন্ন করে অবৈধ অনুপ্রবেশের দায়ে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এসএস/সবা