ফেনীর পরশুরামে আলোকিত পরশুরাম বৃত্তি পরীক্ষায় ১৭৫ জন কৃতী শিক্ষার্থী পেয়েছে সংবর্ধণা ও সম্মাননা স্মারক।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকালে স্থানীয় একটি অডিটোরিয়ামে ২০২৪ সালে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে অনুষ্ঠিত পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের এ সংবর্ধণা ও দেয়া হয়।
বৃত্তি পরীক্ষার আহবায়ক মো ওমর ফারুক জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও ফেনী ১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু।
স্বাগত বক্তব্য রাখেন আলোকিত পরশুরাম ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষার প্রতিষ্ঠাতা সাংবাদিক মহি উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ড: ওবায়দুল করিম, উপজেলা বিএনপির আহবায়ক আবদুল হালিম মানিক, পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ নুরুল হাকিম,উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি,পৌর বিএনপির আহবায়ক কাজী ইউসুফ মাহফুজ, সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আবদুল আলিম মাকসুদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল হালিম, ফুলগাজী উপজেলা আমীর জামাল উদ্দিন চৌধুরী, চট্টগ্রামস্থ পরশুরাম সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আযাদ।
পরশুরাম কবি শামসুন্নাহার মাহমুদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আযাদের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জয়নাল আবেদীন মজুমদার,পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসান।
বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট,সনদ,নগদ টাকা ও গাছের চারা প্রদান করা হয়।
এসএস/সবা
শিরোনাম
আলোকিত বৃত্তি পরীক্ষা, পরশুরামে ১৭৫ কৃতী শিক্ষার্থী পেল সংবর্ধনা
-
ফেনী প্রতিনিধি - আপডেট সময় : ০৭:১৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
- ।
- 85
জনপ্রিয় সংবাদ




















