গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে বিভিন্ন অধিদপ্তরে অভিযোগ দায়ের করেছে সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি। অভিযোগে জানা যায়, সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের লালচামার বাজার ও কছিম বাজারে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ফেয়ার প্রাইস এর চাল বিক্রয়ের জন্য দুইজন ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তির ৩নং শর্ত অনুযায়ী ডিলার হতে আগ্রহীদের বাজারে ১৫ মেট্রিক টন খাদ্যশস্য সংরক্ষণের উপযোগী নিজস্ব অথবা ভাড়া দোকানঘর যার মেঝে পাকা থাকতে হবে। লাল চামার বাজারের জন্য লালচামার গ্রামের মো. চাঁন মিয়ার পুত্র নুর আমিনকে ডিলার নিয়োগ করা হয়েছে।
টিনসেট মেঝে কাঁচাঘর দেখেও তাকে ডিলার নিয়োগ দেয়া হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লালচামার বাজারের ব্যবসায়ী রাসেল মিয়া গত ৯/৭/২৫, ১৩/০৭/২৫ ও ২০/০৭/২০২৫ তারিখে সুন্দরগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা ও গাইবান্ধা জেলা প্রশাসকসহ বিভিন্ন অধিদপ্তরে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ শাখার স্বারক নং-০৫.৫৫.৩২০০.০২২.১৩.০০১.২০২০.৯৪৮ এর আলোকে ২৩ জুলাই ২০২৫ তারিখে সহকারী কমিশনার সাব্বির আহমেদ স্বাক্ষরিত এক পত্রে অভিযোগ তদন্তের জন্য উপজেলা নিবার্হী কর্মকর্তার সুন্দরগঞ্জ নিকট প্রেরণ করেন। এ ব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস মোবাইল ফোনে বলেন, তদন্ত কমিটি গঠন করে অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে।
এসএস/সবা




















