সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে সিডিপি ঘুড়কা কার্যালয়ে প্রকল্প ব্যবস্থাপক মোশাররফ হোসেনের সভাপতিত্বে এ মতবিনিময় সভা হয়।
প্রোগ্রাম ম্যানেজার মৌসুমি চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ বেলাল হোসেন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী মো: আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ আলোচনায় অংশগ্রহণ করেন। এবং তাদের মতধারা, শিক্ষা ব্যবস্থায় চ্যালেঞ্জ তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে বেলাল হোসেন বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন এবং শিশুবান্ধব বিদ্যালয় তৈরী করতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এবং শতভাগ উপস্থিতি, পাশের হার বৃদ্ধি ও শূন্য ভাগ ঝড়ে পড়ার দিকে নজর দিতে বলেন।
উক্ত মতবিনিময় সভায় ২২ টি প্রাথমিক পার্টনার স্কুলের ২২ জন প্রধান শিক্ষক ও ২২ জন সহকারী শিক্ষক অংশ গ্রহণ করেন।
এসএস/সবা




















