১১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কেশবপুরে পরিবারের সবাইকে অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট 

যশোরের কেশবপুর উপজেলার হাসানপুর গ্রামে বুধবার রাতে দুর্বৃত্তদের হামলায় একই পরিবারের তিনজনকে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ সম্পূর্ণ মালামাল লুট করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরিবার থানায় অভিযোগ করেছে, তবে পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (২৭ আগস্ট ২০২৫) সন্ধ্যার কিছুক্ষণের মধ্যে হাসানপুর বাজার দক্ষিণপাড়ার বাসিন্দা হাবিবুর রহমান দপ্তরী (৪০), তার স্ত্রী মর্জিনা বেগম (৩৮) ও মেয়ে শান্তা (২৪) রাতের খাবার খাওয়ার পর অচেতন হয়ে পড়েন। গভীর রাতে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এই সুযোগে দুর্বৃত্তরা আলমারিতে রাখা প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা, প্রায় ১০ ভরি ওজনের স্বর্ণালংকার এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

প্রতিবেশী তরিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমি সেখানে গিয়ে দেখি পরিবারের সবাই অচেতন অবস্থায় পড়ে আছে। ঘরটি পুরোপুরি তছনছ করা হয়েছে, প্রতিটি কক্ষ লক্ষ্য করেই তারা প্রবেশ করেছে। এতে এলাকার মানুষ খুবই আতঙ্কিত।”

হাসানপুর বাজার কমিটির সভাপতি মনজুরুল আলম পলাশ বলেন, “এলাকায় প্রায়ই এই ধরনের চুরি ও অজ্ঞান পার্টির ঘটনা ঘটে। প্রশাসনের আরও কঠোর নজরদারি প্রয়োজন। আইনশৃঙ্খলা বাহিনী যদি কার্যকর পদক্ষেপ না নেয়, তবে এমন ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে।”

কেশবপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, “ওই পরিবার সন্ধ্যার পর খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। দুর্বৃত্তরা এ সুযোগে ঘরে প্রবেশ করে মালামাল লুট করেছে। পরিবারের সদস্যরা থানায় মৌখিকভাবে অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা বলেন, এই ধরনের ঘটনা কেবল ওই পরিবারকে নয়, সমগ্র এলাকাকে আতঙ্কিত করেছে। বিশেষ করে রাতের অন্ধকারে নিরাপত্তাহীনতার কারণে মানুষ আতঙ্কিত। এলাকাবাসী প্রশাসনের তৎপরতা বৃদ্ধির পাশাপাশি পুলিশের উপস্থিতি বাড়ানোর দাবি জানিয়েছে।

একই সঙ্গে পুলিশ ও প্রশাসন এলাকায় অতিরিক্ত টহল দিচ্ছে, তবে স্থানীয়রা মনে করেন, এই ধরনের ঘটনা প্রতিরোধ করতে আরও কার্যকর পদক্ষেপের প্রয়োজন।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

মা নিজেই নদীতে ফেলার ঘটনা স্বীকার, শিশু জীবিত উদ্ধার

কেশবপুরে পরিবারের সবাইকে অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট 

আপডেট সময় : ০৯:২২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

যশোরের কেশবপুর উপজেলার হাসানপুর গ্রামে বুধবার রাতে দুর্বৃত্তদের হামলায় একই পরিবারের তিনজনকে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ সম্পূর্ণ মালামাল লুট করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরিবার থানায় অভিযোগ করেছে, তবে পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (২৭ আগস্ট ২০২৫) সন্ধ্যার কিছুক্ষণের মধ্যে হাসানপুর বাজার দক্ষিণপাড়ার বাসিন্দা হাবিবুর রহমান দপ্তরী (৪০), তার স্ত্রী মর্জিনা বেগম (৩৮) ও মেয়ে শান্তা (২৪) রাতের খাবার খাওয়ার পর অচেতন হয়ে পড়েন। গভীর রাতে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এই সুযোগে দুর্বৃত্তরা আলমারিতে রাখা প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা, প্রায় ১০ ভরি ওজনের স্বর্ণালংকার এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

প্রতিবেশী তরিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমি সেখানে গিয়ে দেখি পরিবারের সবাই অচেতন অবস্থায় পড়ে আছে। ঘরটি পুরোপুরি তছনছ করা হয়েছে, প্রতিটি কক্ষ লক্ষ্য করেই তারা প্রবেশ করেছে। এতে এলাকার মানুষ খুবই আতঙ্কিত।”

হাসানপুর বাজার কমিটির সভাপতি মনজুরুল আলম পলাশ বলেন, “এলাকায় প্রায়ই এই ধরনের চুরি ও অজ্ঞান পার্টির ঘটনা ঘটে। প্রশাসনের আরও কঠোর নজরদারি প্রয়োজন। আইনশৃঙ্খলা বাহিনী যদি কার্যকর পদক্ষেপ না নেয়, তবে এমন ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে।”

কেশবপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, “ওই পরিবার সন্ধ্যার পর খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। দুর্বৃত্তরা এ সুযোগে ঘরে প্রবেশ করে মালামাল লুট করেছে। পরিবারের সদস্যরা থানায় মৌখিকভাবে অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা বলেন, এই ধরনের ঘটনা কেবল ওই পরিবারকে নয়, সমগ্র এলাকাকে আতঙ্কিত করেছে। বিশেষ করে রাতের অন্ধকারে নিরাপত্তাহীনতার কারণে মানুষ আতঙ্কিত। এলাকাবাসী প্রশাসনের তৎপরতা বৃদ্ধির পাশাপাশি পুলিশের উপস্থিতি বাড়ানোর দাবি জানিয়েছে।

একই সঙ্গে পুলিশ ও প্রশাসন এলাকায় অতিরিক্ত টহল দিচ্ছে, তবে স্থানীয়রা মনে করেন, এই ধরনের ঘটনা প্রতিরোধ করতে আরও কার্যকর পদক্ষেপের প্রয়োজন।

এমআর/সবা