রংপুরের কাউনিয়ার মাসুদার রহমান হত্যা মামলার প্রধান আসামিসহ ৫জনকে গ্রেফতার করা হয়েছে। তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামিদের অবস্থান শনাক্ত করে খুলনা বিভাগের বাগেরহাট ও গাজীপুর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ গ্রামের আব্দুল লতিফ মিয়া (৬৫), দুই ছেলে সাইফুল ইসলাম (৩৫), শহিদুল ইসলাম (২৬), মেয়ে লাইলী বেগম (২৮) ও জামাই সাধু কুটিরপাড়ার আব্দুল হাকিম (২৮)। আজ ২৯ আগস্ট শুক্রবার দুপুরে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ শাহ বলেন, আসামিদের গত বৃহ¯পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ বকুলতলার মাসুদার রহমানের সঙ্গে চাচা আব্দুল লতিফের জমি নিয়ে বিরোধ ছিল।
বিরোধপূর্ণ জমির বিষয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। গত ১৮ জুলাই বিকাল ৫টার দিকে নাজিরদহ একতাব্রিজ এলাকায় যান মাসুদার রহমান। সেখানে দেখতে পান বিরোধপূর্ণ জমির উপর প্রতিপক্ষ চাচা লতিফ ঘর নির্মাণ করছে। মাসুদার রহমান প্রতিবাদ করলে তাকে মারপিট করেন লতিফ তার ছেলে-মেয়ে, জামাই ও তার লোকজন। একপর্যায়ে হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে মাসুদার রহমানের ঘাড়ে কোপ দেয়। ধারালো অস্ত্রের আঘাতে মাসুদার রহমান মাটিতে পড়ে যান। আশঙ্কাজনক অবস্থায় তাাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বড় ভাই মাসুম মিয়া বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করে। র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, আলোচিত এ হত্যাকান্ডের আসামিদের গ্রেফতার পুলিশ ও র্যাব তৎপর হয়ে উঠে। গত বুধবার তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামিদের অবস্থান নিশ্চিত হয়ে যৌথ অভিযান পরিচালনা করে র্যাব-১৩ ও র্যাব-১। অভিযানে গাজীপুরের কালিয়াকৈর থানার হরতকিতলা চন্দ্রা, নবীনগর ও চন্দ্রা ফ্লাইওভার এলাকা থেকে মামলার এক নম্বর আসামি আব্দুল লতিফ মিয়া, চার নম্বর আসামি শহিদুল ইসলাম, আট নম্বর আসামি লাইলী বেগম ও ১০ নম্বর আসামি আব্দুল হাকিমকে গ্রেফতার করা হয়। একই দিনে পৃথক অভিযান চালিয়ে খুলনা বিভাগের বাগেরহাট জেলা থেকে মামলার দুই নম্বর আসামি সাইফুল ইসলামকে গ্রেফতার করে র্যাব-১৩ ও র্যাব-৬-এর সদস্যরা। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ শাহ বলেন, গ্রেফতার করা ৫ জনই মাসুদার রহমান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে তারা পালিয়ে ছিলেন।
এসএস/সবা

























