ঢাকায় ভিপি নূর ও গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের উপর হামলার প্রতিবাদে তাৎক্ষণিক ঝটিকা মিছিল ছাত্র অধিকার পরিষদ জামালপুর জেলা শাখা।
শুক্রবার রাত ১১টায় ঝটিকা মিছিলটি শহরের বিজয় চত্বর থেকে শেখের ভিটা হয়ে পাঁচ রাস্তা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
এসময় বক্তব্য রাখেন, গণ অধিকার পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন ও সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মোশাররফ হোসেন। ছাত্র অধিকার পরিষদ জামালপুর শহর শাখার আহ্বায়ক শাকিল হাসান ও সদস্য সচিব রাকিবুল ইসলাম রাকিব ও লালন মিয়া প্রমূখ।
সমাবেশ বক্তারা বলেন, আপনারা দেখেছেন জাতীয় পার্টি ও গত আওয়ামী সরকারের দোসররা কিভাবে আমাদের দলীয় প্রধান ভিপি নূর ও নেতা-কর্মীদের উপর হামলা চালিয়ে আহত করেছে। ইউনূস প্রশাসনকে জবাব দিতে হবে এই আওয়ামী দোসররা কিভাবে এদেশে রাজনীতি করে। এই হামলা জুলাই গণঅভ্যুত্থানের উপর হামলা। হামলা দেখেই মনে হচ্ছে প্রশাসন এবং পুলিশের কোন সংস্কার হয় নাই। তারা গত ফ্যাসিস্ট সরকারের মতই আচরণ করছে। ভিপি নূরের হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। তানা হলে সারাদেশে আরও বড় আন্দোলন গড়ে তুলা হবে।




















