স্বাধীন বাংলা বেতারকেন্দ্র থেকে গাওয়া তাঁর গান মুক্তিযোদ্ধাদের মনোবল ও প্রেরণা জুগিয়েছে। যাঁর শব্দের স্বাজাত্যবোধে উদ্দীপ্ত হয়ে দেশপ্রেম হৃদয়ে ধারণ করে মুক্তিযুদ্ধে নাম লিখিয়েছিলেন হাজারো যুবক। স্বর্ণকণ্ঠে যিনি উচ্চারণ করেছিলেন ‘ওরে নীল দরিয়া’, সেই শিল্পী আবদুল জব্বার মরণ সাগরের যাত্রী হয়েছেন ২০১৭ সালের এই দিনে, ৩০ আগস্ট। আজ তাঁর চিরবিদায়ের দিন।
আব্দুল জব্বারের গান কেবল একটি প্রজন্ম নয়, মুক্তিযুদ্ধকালীন সময়ে পুরো জাতিকে দিয়েছে প্রেরণা। তার কণ্ঠে ‘সালাম সালাম হাজার সালাম’, ‘জয় বাংলা বাংলার জয়’ এবং ‘তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়’ গানগুলো কালজয়ী হয়ে আছে। সিনেমায় গাওয়া ‘ওরে নীল দরিয়া’ গানটি তাকে অমর করে রাখবে বাংলা গানের শ্রোতাদের মধ্যে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ে বাংলা বেতার কেন্দ্র থেকে তিনি যে গানগুলো পরিবেশন করতেন তা মুক্তিযোদ্ধাদের মনোবল বাড়াত এবং তাদের প্রেরণা জুগিয়েছিল। বিশেষ করে, ‘সালাম সালাম হাজার সালাম’ এবং ‘জয় বাংলা বাংলার জয়’ মুক্তিযুদ্ধের অন্যতম অমর গান হয়ে ওঠে। ২০০৬ সালে বিবিসি বাংলার শ্রোতাদের বিচারে এসব গান স্থান করে নেয় সর্বকালের শ্রেষ্ঠ ২০টি বাংলা গানের তালিকায়।
কুষ্টিয়ার মাটিতে ১৯৩৮ সালের ১০ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করা এই কিংবদন্তি শিল্পী প্রথম গান করেন ১৯৫৮ সালে। পরে ১৯৬২ সালে চলচ্চিত্রের জন্য গান গাওয়ার মাধ্যমে তার ক্যারিয়ার শুরু করেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তিনি ভারতের মুম্বাইয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পক্ষে জনমত তৈরি করার জন্য কাজ করেছিলেন। মুক্তিযুদ্ধের অনুপ্রেরণায় তিনি ১২ লাখ রুপি মুক্তিযোদ্ধাদের ত্রাণ তহবিলে দান করেন।
সংগীতে তার বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন বঙ্গবন্ধু স্বর্ণপদক (১৯৭৩), একুশে পদক (১৯৮০), স্বাধীনতা পদক (১৯৯৬) এবং আজীবন সম্মাননা (২০১১)।
এসএস/সবা
শিরোনাম
আব্দুল জব্বারের ৮ম মৃত্যুবার্ষিকী আজ
-
সবুজ বাংলা বিনোদন রিপোর্ট - আপডেট সময় : ০৪:৩৪:২৯ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
- ।
- 65
জনপ্রিয় সংবাদ


























