পাহাড়ের শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়নের লক্ষ্য সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে ও ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স এর সহযোগিতায় পানছড়ি উপজেলার প্রত্যন্ত অঞ্চল ছোট তারাবনছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তিনশতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।শনিবার( ৩০ আগস্ট) সকালে ছোট তারাবনছড়া এবং এর আশেপাশের এলাকার স্থানীয় পাহাড়ী জনগোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের পরিবারের মানুষের মাঝে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন মাধ্যমে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয় । উক্ত মেডিকেল ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ রাকিবুল ইসলাম। এছাড়াও সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ খাদেমুল ইসলাম সহ সেনাবাহিনী বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা।
এসএস/সবা




















