০৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নওগাঁর মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসে তথ্য সংগ্রহ করতে গিয়ে ডিবিসি নিউজের নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক এ কে সাজুর উপর হওয়া সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগস্ট (শনিবার) সকাল সাড়ে দশটায় শহরের মুক্তির মোড় পৌরসভার সামনে নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্য জোটের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও মহাদেবপুর মাছ চত্বরে মহাদেবপুর প্রেসক্লাবের উদ্যোগে সকাল ১০ টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি অফিস গুলো নির্দিষ্ট নিয়ম অনুযায়ী পরিচালিত হওয়ার কথা। কিন্তু মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিন ধরে রাতভর অবৈধভাবে জমি রেজিস্ট্রি হয়ে আসছে। মহাদেবপুরের সাব-রেজিস্ট্রার মুক্তি আরা নিয়মবহির্ভূতভাবে দলিল সম্পাদন করেছেন। এ বিষয়ে বিভাগীয় তদন্তের দাবি জানান তারা।
এছাড়াও সাংবাদিক এ কে সাজুর উপর হামলাকারী দলিল লেখক দালাল সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবির হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সকল এজহারভুক্ত আসামিদের গ্রেপ্তার না করা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
সাংবাদিক সাদেকুল ইসলামের সভাপতিত্বে ও মাহমুদুন নবী বেলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক এম আর রকি, আব্বাস আলি, মেহেদী হাসান অন্তর, রাশেদুজ্জামান (রাশেদ), আসাদুজ্জামান নাদু, মাহাবুব আলম রানা প্রমুখ।
উল্লেখ্য যে, গত ২৭ আগস্ট নওগাঁর মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিক এ কে সাজুর উপর দলিল লেখক চক্রের সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় তারা তার ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এসএস/সবা

জনপ্রিয় সংবাদ

মা নিজেই নদীতে ফেলার ঘটনা স্বীকার, শিশু জীবিত উদ্ধার

নওগাঁয় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় : ০৭:৩১:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

নওগাঁর মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসে তথ্য সংগ্রহ করতে গিয়ে ডিবিসি নিউজের নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক এ কে সাজুর উপর হওয়া সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগস্ট (শনিবার) সকাল সাড়ে দশটায় শহরের মুক্তির মোড় পৌরসভার সামনে নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্য জোটের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও মহাদেবপুর মাছ চত্বরে মহাদেবপুর প্রেসক্লাবের উদ্যোগে সকাল ১০ টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি অফিস গুলো নির্দিষ্ট নিয়ম অনুযায়ী পরিচালিত হওয়ার কথা। কিন্তু মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিন ধরে রাতভর অবৈধভাবে জমি রেজিস্ট্রি হয়ে আসছে। মহাদেবপুরের সাব-রেজিস্ট্রার মুক্তি আরা নিয়মবহির্ভূতভাবে দলিল সম্পাদন করেছেন। এ বিষয়ে বিভাগীয় তদন্তের দাবি জানান তারা।
এছাড়াও সাংবাদিক এ কে সাজুর উপর হামলাকারী দলিল লেখক দালাল সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবির হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সকল এজহারভুক্ত আসামিদের গ্রেপ্তার না করা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
সাংবাদিক সাদেকুল ইসলামের সভাপতিত্বে ও মাহমুদুন নবী বেলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক এম আর রকি, আব্বাস আলি, মেহেদী হাসান অন্তর, রাশেদুজ্জামান (রাশেদ), আসাদুজ্জামান নাদু, মাহাবুব আলম রানা প্রমুখ।
উল্লেখ্য যে, গত ২৭ আগস্ট নওগাঁর মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিক এ কে সাজুর উপর দলিল লেখক চক্রের সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় তারা তার ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এসএস/সবা