১২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হাটহাজারীতে আইন-শৃঙ্খলার চরম অবনতি: ব্যবসায়ী জাহাঙ্গীরের বাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় মানববন্ধনে…… বক্তারা

চট্টগ্রামের হাটহাজারীতে ব্যবসায়ী মুহাম্মদ জাহাঙ্গীর আলমের বাড়ি লক্ষ্য করে প্রকাশ্যে গুলির ঘটনার প্রতিবাদে ইছাপুর ফয়জিয়া বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টা থেকে শত শত মানুষ রাস্তায় নেমে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে স্লোগান দেন। ব্যানার হাতে পুরো বাজার প্রদক্ষিণ করে বিক্ষোভকারীরা গণজমায়েত সৃষ্টি করে প্রতিবাদে মুখর হয়ে ওঠেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ব্যবসায়ী জাহাঙ্গীরের উপর হামলা আসলে মেখলের প্রতিটি মানুষের উপর হামলা। ঘটনার ১০ দিন পার হলেও আইন-শৃঙ্খলা বাহিনী কোনো সন্ত্রাসী কিংবা তাদের গডফাদারকে সনাক্ত বা গ্রেফতার করতে পারেনি বলে ক্ষোভ প্রকাশ করেন তারা।
অত্র এলাকার সুপরিচিত কাইয়ুম মেম্বারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা সাংবাদিক ও মানবাধিকার কর্মী বোরহান উদ্দিন বলেন, “হাটহাজারীর জনগণ আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। সিনেমার মতো স্টাইলে সন্ত্রাসীরা অস্ত্র উঁচিয়ে গুলি চালিয়ে চলে গেল, অথচ এত আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও কেন তারা ধরা পড়ছে না, তা বোধগম্য নয়।”
এ সময় আরও বক্তব্য রাখেন অধ্যাপক শাহ আলম, রাজনীতিবিদ এস এম রাশেদ জামান, সমাজসেবক জীন নুরাইন, মোঃ আলমগীর, রাজনীতিবিদ মোঃ এমদাদ, কাজী জাহাঙ্গীর,আবদুল লতিফ, নাজিম উদ্দীন ও দেলোয়ার ভুক্তভোগী ব্যবসায়ী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে তাঁকে ফোন করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তিনি বিষয়টি গুরুত্ব না দিলে অস্ত্রধারী সন্ত্রাসীরা তাঁর বাড়ি লক্ষ্য করে গুলি চালায়। স্থানীয়রা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার ও হাটহাজারীতে আইন-শৃঙ্খলার উন্নয়নে প্রশাসনের জরুরি পদক্ষেপের দাবি জানান।
এসএস/সবা

জনপ্রিয় সংবাদ

আইসিবিতে শুরু হলো প্রাণিস্বাস্থ্য ও মৎস্য খাতের প্রদর্শনী

হাটহাজারীতে আইন-শৃঙ্খলার চরম অবনতি: ব্যবসায়ী জাহাঙ্গীরের বাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় মানববন্ধনে…… বক্তারা

আপডেট সময় : ০৭:৩৮:০২ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

চট্টগ্রামের হাটহাজারীতে ব্যবসায়ী মুহাম্মদ জাহাঙ্গীর আলমের বাড়ি লক্ষ্য করে প্রকাশ্যে গুলির ঘটনার প্রতিবাদে ইছাপুর ফয়জিয়া বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টা থেকে শত শত মানুষ রাস্তায় নেমে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে স্লোগান দেন। ব্যানার হাতে পুরো বাজার প্রদক্ষিণ করে বিক্ষোভকারীরা গণজমায়েত সৃষ্টি করে প্রতিবাদে মুখর হয়ে ওঠেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ব্যবসায়ী জাহাঙ্গীরের উপর হামলা আসলে মেখলের প্রতিটি মানুষের উপর হামলা। ঘটনার ১০ দিন পার হলেও আইন-শৃঙ্খলা বাহিনী কোনো সন্ত্রাসী কিংবা তাদের গডফাদারকে সনাক্ত বা গ্রেফতার করতে পারেনি বলে ক্ষোভ প্রকাশ করেন তারা।
অত্র এলাকার সুপরিচিত কাইয়ুম মেম্বারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা সাংবাদিক ও মানবাধিকার কর্মী বোরহান উদ্দিন বলেন, “হাটহাজারীর জনগণ আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। সিনেমার মতো স্টাইলে সন্ত্রাসীরা অস্ত্র উঁচিয়ে গুলি চালিয়ে চলে গেল, অথচ এত আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও কেন তারা ধরা পড়ছে না, তা বোধগম্য নয়।”
এ সময় আরও বক্তব্য রাখেন অধ্যাপক শাহ আলম, রাজনীতিবিদ এস এম রাশেদ জামান, সমাজসেবক জীন নুরাইন, মোঃ আলমগীর, রাজনীতিবিদ মোঃ এমদাদ, কাজী জাহাঙ্গীর,আবদুল লতিফ, নাজিম উদ্দীন ও দেলোয়ার ভুক্তভোগী ব্যবসায়ী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে তাঁকে ফোন করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তিনি বিষয়টি গুরুত্ব না দিলে অস্ত্রধারী সন্ত্রাসীরা তাঁর বাড়ি লক্ষ্য করে গুলি চালায়। স্থানীয়রা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার ও হাটহাজারীতে আইন-শৃঙ্খলার উন্নয়নে প্রশাসনের জরুরি পদক্ষেপের দাবি জানান।
এসএস/সবা