০১:১১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মহেশখালীতে নৌযান যাত্রীদের নিরাপত্তায় লাইফজ্যাকেট লাইফ বয়া বিতরণ

দ্বীপ উপজেলা মহেশখালীর জনসাধারণ/যাত্রী নৌ-পারাপার নির্বিঘ্ন ও নিরাপত্তার লক্ষ্যে পারাপারের স্পিডবোট ও যাত্রী নৌযান মালিকদের মাঝে ০১ অক্টোবর ৬৫০ টি লাইফজ্যাকেট ও ২৮০ টি লাইফ বয়া বিতরণ করা হয়। উক্ত বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হেদায়েত উল্যাহ্, উপজেলা নির্বাহী অফিসার, মহেশখালী। জনাব কাউসার আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার, মহেশখালী ও স্পিডবোট মালিক সমিতির সভাপতি/সম্পাদকসহ সংশ্লিষ্ট সকল। মহেশখালী ঘাটে যাত্রী আবদু রশিদের সাথে কথা বললে তিনি জানান লাইফ বয়া লাইফজ্যাকেট নৌ-পারাপারে যাত্রীদের দুর্যোগকালীন সময়ে জীবন রক্ষার জন্য খুবই দরকারী তাই মহেশখালী দ্বীপের যাত্রীরা খুবই আনন্দিত। এই কার্যক্রম করেন আইওএম এনজিও কর্তৃক।

এসএস/সবা

জনপ্রিয় সংবাদ

মহেশখালীতে নৌযান যাত্রীদের নিরাপত্তায় লাইফজ্যাকেট লাইফ বয়া বিতরণ

আপডেট সময় : ০৫:২৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫

দ্বীপ উপজেলা মহেশখালীর জনসাধারণ/যাত্রী নৌ-পারাপার নির্বিঘ্ন ও নিরাপত্তার লক্ষ্যে পারাপারের স্পিডবোট ও যাত্রী নৌযান মালিকদের মাঝে ০১ অক্টোবর ৬৫০ টি লাইফজ্যাকেট ও ২৮০ টি লাইফ বয়া বিতরণ করা হয়। উক্ত বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হেদায়েত উল্যাহ্, উপজেলা নির্বাহী অফিসার, মহেশখালী। জনাব কাউসার আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার, মহেশখালী ও স্পিডবোট মালিক সমিতির সভাপতি/সম্পাদকসহ সংশ্লিষ্ট সকল। মহেশখালী ঘাটে যাত্রী আবদু রশিদের সাথে কথা বললে তিনি জানান লাইফ বয়া লাইফজ্যাকেট নৌ-পারাপারে যাত্রীদের দুর্যোগকালীন সময়ে জীবন রক্ষার জন্য খুবই দরকারী তাই মহেশখালী দ্বীপের যাত্রীরা খুবই আনন্দিত। এই কার্যক্রম করেন আইওএম এনজিও কর্তৃক।

এসএস/সবা