নওগাঁ বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামের মোঃ আব্দুল্লাহ সরকার ও তার স্ত্রী মোছাঃ ইরিফুন নেছা জমি বিত্রির তথ্য করে নিজেদের নিজেদের নামে খারিজ করার অভিযোগ তুলে খারিজ বাতিল চেয়ে একই গ্রামের শ্রী বিমল চন্দ্র পাহান ও শ্রী নির্মল চন্দ্র পাহান উপজেলা সহকারীনিকট ৩১ কমিশনার (ভূমি) নিকট ৩১আগষ্ট আবেদন করেন বলে আবেদন সুত্রে জানা গেছে।খারিজ নং ১০৪০/১ এক্স-১/২০১৫-১৬ । উপজেলার সেনপাড়া
মৌজার, জেএল নং ১১৯, আরএস খতিয়ান নং-২১৫, দাগ নম্বর ১৯, রকম ছাড়াবাড়ী, পরিমান ৪২ শতাংশ কাতে ০.০৭ শতাংশ জমি মোঃ আব্দুল্লাহ সরকার ও স্ত্রী মোছাঃ ইরিফন নেছা এর নিকট থেকে ২৩/০৭/ ১৯৯৫ ইং তারিখে ৪২৮৪ দলিলমুলে আবেদনকারীদের পিতা শ্রী গনেশ চন্দ্র সরকার ক্রয় করেন। ২৯/১১/১৯৯০ ইং তারিখে ৮১৫৬ নং কবুলিয়ত নামা দলিল মুলে ডেপুটি কমিশনার (রাজস্ব) নওগাঁর নিকট হতে মোঃ আব্দুল্লাহ সরকার ও তার স্ত্রী ইরিফন নেছা প্রাপ্ত হন। এবং তারা উপরোল্লিখিত তারিখে আবেদনকারীদের নিকাট ০৭ শতক জমি বিক্রি করেন। বিক্রি তথ্য গোপন করে আব্দুল্লাহ সরকার ও ইরিফন নেছা এর নামে খারিজ করে উক্ত জমি তাদের বলে দাবি করে সাম্প্রতিক একটি ঘর ভেঙ্গে ফেলে জমির চার দিকে বাঁশের কাবারী দিয়ে ঘিরে জোরপূর্বক দখল করে রেখেছে বলে সরেজমিনে তদন্তকালে পড়শীরা বলেন। বদলগাছী ভূমি অফিসের ভূমি কর্মকর্তা মোঃ মিজানুর রহমার বলেন স্যারের নিকট থেকে অভিযোগের কাগজ তার কাছে এলে সে নথি দেখে রিপোর্ট দেবেন বলে বলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ আতিয়া খাতুন দ্রুত ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।
এসএস/সবা




















