খাগড়াছড়িতে দুই গ্রুপের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার সকাল ১১ টায় জেলা বিএনপি’র সভাপতি ওয়াদুদ ভুইয়া নেতৃত্বে জেলা বিএনপি শহরের চেঙ্গী স্কোয়ার থেকে একটি শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি মহাজন পাড়া হয়ে শহীদ জিয়াউর রহমানের ভাস্কর্যে পুস্পার্ঘ দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। পরে শহরের মুক্তমঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ন মোশারফ হোসেন, রিংকু চাকমা প্রমুখ।এদিকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সমীরন দেওয়ানের নেতৃত্বাধীন অংশ মহাজন পাড়া সূর্যশিখা ক্লাব প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের সাবেক চেয়ারম্যান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য সমীরণ দেওয়ান।
সমীরণ দেওয়ান বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হলো বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ। এই আসনটি বিএনপিকে উপহার দিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
জেলা তৃণমূল দলের সাধারণ সম্পাদক বিদর্শী চাকমার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা গফুর তালুকদার,সাবেক যুবদল নেতা চৌধুরী বেলাল।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রস্তাবিত কমিটির সদস্য সচিব ও সাবেক যুবদল নেতা মোঃ সাইফুল ইসলাম, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম , জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক অজয় সেন ত্রিপুরা, সাবেক ছাত্র নেতা প্রিয় রঞ্জন খীসা, নারী নেত্রী পরিনীতা দেওয়ান ও ফাতেমা খাতুন রুনা। সভায় জেলার উপজেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসএস/সবা




















