ময়মনসিংহের নান্দাইলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে তিনটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (৩১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নান্দাইল সাব-রেজিস্ট্রার অফিসের পাশের এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কিরন মিয়ার মালিকানাধীন একটি রাইস মিলে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দুটি দোকানে—শাহ আলমের আইসক্রিম ফ্যাক্টরি এবং নজরুল ইসলামের লেপ-তোশকের দোকানে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে, তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. শাহ আলম বলেন, “দোকানের পাশে বিদ্যুতের সংযোগ ছিল। সেখান থেকেই শর্টসার্কিট হয়ে আগুন লাগে। আমাদের সবকিছু পুড়ে গেছে, কিছুই রক্ষা করতে পারিনি।”
নান্দাইল ফায়ার সার্ভিসের সাব-স্টেশন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম জানান, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে আমরা প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি।”
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, পুরনো ও অনিরাপদ বৈদ্যুতিক সংযোগের কারণে এমন দুর্ঘটনা বারবার ঘটছে। দ্রুত প্রতিকার না হলে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।
এসএস/সবা




















