রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন ২০২৪-২৫ অর্থবছরের প্রকল্পের আওতায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় কৃষকদের মাঝে সার, বীজ ও আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে মোট ৮৫ জন কৃষকের হাতে সহায়তা সামগ্রী তুলে দেওয়া হয়। এর মধ্যে ৭০ জন কৃষককে মাসকলাই বীজ, ১০ জনকে রাইস ট্রান্সপ্লান্টার এবং ৫ জনকে পাওয়ার স্প্রেয়ার দেওয়া হয়। এছাড়া রিপারসহ অন্যান্য কৃষি যন্ত্রও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হৈমন্তী রানীসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী। এসময় স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
কর্মকর্তারা বলেন, আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করলে উৎপাদন বৃদ্ধি, সময় ও শ্রম সাশ্রয় হবে। সরকারের এ উদ্যোগ কৃষকের জীবনমান উন্নয়ন ও দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।




















