ঝাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় রেংকার্য্যা উচ্চ বিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে পিবিজিএসআই স্কীমের আওতায় অনুদান প্রাপ্ত অর্থের চেক বিতরন করা হয়েছে।
বুধবার(৩ সেপ্টেম্বর) দুপুরে রেংকার্য্যা উচ্চ বিদ্যালয়ে আয়োজনে সুবিধা বঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে পিবিজিএসআই স্কীমের আওতায় অনুদান প্রাপ্ত অর্থের চেক বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ভূঁইয়া। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান। এতে স্বাগত বক্তব্য রাখেন রেংকার্য্যা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক জনমিত্র চাকমা।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন দীঘিনালা প্রেসক্লাব সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মো: সোহেল রানা, রেংকার্য্যা উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি টিটন চাকমা, উত্তর রেংকার্য্যা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক উষা আলো চাকমা, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো:
শাহজামাল ও সাংবাদিক মো সোহানুর রহমান প্রমূখ।
আলোচনা সভায় শেষ সুবিধা বঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে পিবিজিএসআই স্কীমের ২০জন শিক্ষার্থীকে ৫হাজার করে অনুদানের চেক বিতরন করা হয়।
অনুদান পেয়ে শিক্ষার্থী অর্নব চাকমা ও উত্তরা চাকমা বলেন, আমরা আগে কোন শিক্ষার জন্য অনুদান পাই নাই, এই শিক্ষা অনুদান আমাদের পড়ালেখা অনেক উপকারে আসবে। অনুুদান দেয়ার জন্য কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ জানাই।




















